আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে অনেক শক্তিশালী গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। যার মধ্যে অন্যতম হল শনি। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি। প্রতি আড়াই বছরে শনিদেব  রাশি পরিবর্তন করেন। ২০২৫ সালের ২৯ মার্চ শনি গোচর করতে চলেছে। কুম্ভ রাশি থেকে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন। দোলের পর শনির এই অবস্থান পরিবর্তনের শুভ প্রভাব পড়বে ৪টি রাশির উপর। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে, জেনে নেওয়া যাক- 

কর্কট- শনির রাশি পরিবর্তনে কর্কট রাশির উপর ইতিবাচক প্রভাব পড়বে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

তুলা- শনিদেবের প্রভাবে তুলা রাশির সুদিন  ফিরতে চলেছে। যদি ইতিমধ্যে ব্যবসায় কোনও বিনিয়োগ করে থাকেন তবে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে জমি সংক্রান্ত কোনও মামলা চললে এবার মীমাংসা হবে। 

বৃশ্চিক- শনিদেবের গোচর বৃশ্চিক রাশির জন্য  লাভজনক হবে। জীবনের বিভিন্ন বিষয়ে উন্নতির পথ প্রশস্ত হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। ফ্ল্যাট, জমি বা গাড়ি কেনার যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

মকর- শনির রাশি পরিবর্তন মকর রাশির উপর শুভ প্রভাব পড়বে। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে লাভ হতে পারে। পেশাগত জীবন নিয়ে মানসিক চাপ দূর হবে৷ প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন৷ সন্তানের থেকে সুখবর পাবেন।