নিজস্ব সংবাদদাতা: শখের নাম সিনেমা। তার খুঁটিনাটি, টুকিটাকি নিজের সংগ্রহে রাখা। এমন নেশায় যাদের দিন কাটে, তাঁদের কথা ভেবেই নোয়া ক্যাফেতে শুরু হল তিন দিনের এগজিবিশন কাম সেল 'শখের বাজার'।
নোয়া ক্যাফে এবং 'দেবুজ দরবার'-এর যৌথ উদ্যোগে নানা ধরনের শখ ও সংগ্রাহকদের কথা মাথায় রেখেই ধারাবাহিক ভাবে এই 'শখের বাজার'-এর ভাবনা। প্রথম পর্বে এবার বিষয় চলচ্চিত্র। শুক্রবার সন্ধেয় যার উদ্বোধন করলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
প্রদর্শনী তথা কেনাকাটার এই পসরায় রয়েছে পুরনো নানা সিনেমার পোস্টার, অজস্র জনপ্রিয় ছবির স্টিল ছবি, বুকলেট, লবিকার্ড। রয়েছে বায়োস্কোপের বাক্স, প্রোজেক্টার মেশিন, সেকালের ফিল্ম ক্যামেরা। রয়েছে বাংলা, হিন্দি নানা ক্লাসিক ছবির ফ্রেম করা ফোটো, সিঙ্গল ছবি ও অ্যালবাম এবং সিনেমা নিয়ে কফি টেবল বুকও। নোয়ায় এই 'শখের বাজার' চলবে রবিবার, ২৬ তারিখ পর্যন্ত, রোজ বিকেল তিনটে থেকে রাত সাড়ে দশটা।
