২৫ বছর পর ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন তাবু। দীর্ঘদিন বাদে হরর-কমেডি নিয়ে ফিরছেন প্রিয়দর্শন। তাঁর পরিচালনায় 'ভূত বাংলা' ছবিতে তাঁদের দেখা যাবে। অক্ষয় ও তাবুকে আবার পর্দায় একসঙ্গে দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত ভক্তরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এত বছর পর অক্ষয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন তাবু। অভিনেত্রীর কথায়, “সময়ে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু অক্ষয় মোটেও বদলায়নি। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, সকাল সকাল উঠতে পারা, আর দারুণ এনার্জি-সবকিছুই আজও সেই আগের মতো।”

তাবু জানান, অক্ষয় আজও ভোর ৪টেয় ঘুম থেকে ওঠেন, নিয়ম মেনে ব্যায়াম করেন এবং শুটিং সেটেও সময় মতো পৌঁছে যান। তিনি আরও বলেন, “অক্ষয় পার্টি করতে ভালবাসে না। কাজ শেষে ও যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যেতে চায়। এই অভ্যাসটা ২৫ বছর আগেও ছিল, এখনও আছে।”

এত বছর পরও অক্ষয়ের এই শৃঙ্খলা দেখে মুগ্ধ হয়েছেন তাবু। শুটিংয়ের সময় দু’জন পুরনো দিনের মতোই হাসি-ঠাট্টা করেছেন। তাঁর কথায়, “আমাদের মধ্যে যে বোঝাপড়াটা আগে ছিল, সেটা আবার ফিরে এসেছে। মনে হয়েছে যেন সময়ই বদলায়নি।” তাবু আরও জানান, প্রিয়দর্শন আগের মতোই খুব দ্রুত শুটিং করেন। তিনি নাকি এক টেকেই বেশিরভাগ দৃশ্য পছন্দ করে নেন। এতে কাজের গতি বেড়ে যায় এবং পরিবেশও খুব মজার হয়। তাবুর ভাষায়, “প্রিয়দর্শনের সেটে কাজ মানেই প্রচুর হাসি আর মজা।”

‘ভূত বাংলা’ ছবিটি বর্তমানে জয়পুরে শুটিং হচ্ছে। হরর-কমেডি ছবিতে বরাবরই নিজস্বতার ছাপ রাখেন প্রিয়দর্শন। তাবুর মতে, দর্শকরা আবার তাঁদের পুরনো জুটি দেখে আনন্দ পাবেন। তিনি বলেন, “এটা আমার কাছে ঘরে ফিরে আসার মতো অনুভূতি। অক্ষয় ও প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করতে পেরে আমি সত্যিই খুশি।”

প্রসঙ্গত, ২০০০ সালে 'হেরা ফেরি' ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করছেন এই দুই তারকা। অনেকেই মনে করছেন, এই ছবি অক্ষয়-তাবুর পুরনো ম্যাজিক আবার বড় পর্দায় ফিরিয়ে আনবে। ২০২৬-এ মুক্তি পেতে চলেছে 'ভূত বাংলা'।