আজকাল ওয়েবডেস্ক: সাদা মরুভুমি, পুরনো মন্দির, ঐতিহাসিক নিদর্শনের মুখোমুখি হতে চান? তবে মেতে উঠুন রণ উৎসবে। অত্যন্ত প্রত্যাশিত এই উৎসব শুরু হচ্ছে ১ নভেম্বর, 2023 থেকে। চলবে ২০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত । উটে চেপে মরুভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে হলে এই শীতে গন্তব্য হোক গুজরাট। এই বছরের উত্সবটি আরও বেশি আকর্ষণীয়। সম্প্রতি বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক বিশ্বের সেরা পর্যটন গ্রামগুলির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এখানকার ধর্দো গ্রামটি। গুজরাটের বিখ্যাত সাদা মরুভূমির প্রবেশদ্বার এটি। কোথায় থাকবেন ? রইল হদিশ ! রণ উৎসব টেন্ট সিটি দ্য টেন্ট সিটির মনোমুগ্ধকর মরুভূমির অভিজ্ঞতায় যাত্রা করুন। যেখানে মরুভূমিতে বিরামহীনভাবে আধুনিক বিশ্বের বিলাসিতাগুলি মিলে মিশে যায়। এই ব্যতিক্রমী গন্তব্যটি কেবল থাকার সুবিধে আছে এমন নয়। এটি কচ্ছের সংস্কৃতির একেবারে কেন্দ্রস্থলের একটি স্থান। যেখানে প্রাচীন ঐতিহ্যগুলি সমসাময়িক সুবিধার সঙ্গে সুন্দরভাবে সহাবস্থান করে। ভূজ বিমানবন্দর থেকে ৫ ঘণ্টার দূরত্বে অবস্থিত, রণ উৎসব তাঁবু। ১০ নভেম্বর থেকে সেজে উঠবে ভ্রমণপিপাসুদের জন্য। স্ট্যাচু অব ইউনিটি টেন্ট সিটি-১ সবুজ ল্যান্ডস্কেপ এবং মন ভাল করা প্যানোরামাগুলির মধ্যে অবস্থিত, স্ট্যাচু অফ ইউনিটি টেন্ট সিটি-১। সাংস্কৃতিক, গ্রামীণ, আধ্যাত্মিক, ঐতিহ্য, দেশাত্মবোধক, বন্যপ্রাণী, পরিবেশ এবং দুঃসাহসিক অভিজ্ঞতার অনন্য সংমিশ্রণ এই স্থানটি। রণ ভিলেজ রিসোর্ট কচ্ছের মনোমুগ্ধকর ভিরান্দিয়ারা গ্রামে অবস্থিত এই স্থাপনাটি কচ্ছের সমৃদ্ধ ঐতিহ্যকে মূর্ত করে। জায়গাটি উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত। রিসর্টটি একটি খাঁটি গ্রাম্য পরিবেশের আবগে বহন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী লোক সঙ্গীত পরিবেশনার সঙ্গে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি সন্ধ্যে । চাইলে আপনি গাইডও পেয়ে যাবেন এখানে।
