আজকাল ওয়েব ডেস্ক: আজ রাধাষ্টমী। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধার আবির্ভাব তিথি। প্রতিবছর জন্মাষ্টমীর ১৫ দিন পরেই হয় রাধাষ্টমী। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে আবির্ভূত হন রাধিকা। জ্যোতিষ শাস্ত্র মতে, এটি একটি অত্যন্ত শুভ দিন।

এবছর রাধা অষ্টমীর দিনে ২টি শুভ যোগ তৈরি হচ্ছে৷ রাধা অষ্টমীতে সকাল থেকে রাত ১১.৫৫ মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে জন্ম হবে আয়ুষ্মান যোগ। একইসঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে, যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। রাধাষ্টমী পাঁচটি রাশির জীবনে শুভ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে উন্নতি থেকে অর্থ প্রাপ্তি, কাদের আজ ভাগ্য খুলতে চলেছে, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি-আজ বৃশ্চিক রাশির অধিকারীদের সম্পত্তি, অর্থ লাভ হতে পারেন। কোনও আটকে থাকা সরকারি কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাড়াতে পারেন। পরিবারে শান্তি থাকবে।

ধনু রাশি- অফিসে ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে সাহায্য পেতে পারেন। ফলে কর্মক্ষেত্রে কাজের সুবিধা হবে। ব্যবসায় বড় লাভের সুযোগ আসতে পারে। বিয়ের প্রস্তাবে সকলের সম্মতি পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

মীন রাশি- আজ যে কোনও কাজ করলে ভাগ্য সহায় থাকতে পারে। জীবনে সব ক্ষেত্রে উন্নতির পথ দেখতে পাবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সুখবর পেতে পারেন। ধর্মীয় অনুষ্ঠানে কোনও উপহার পেতে পারেন।পরিবারে কোনও বিবাদ থাকলে মিটে যাবে। 

বৃষ রাশি- ব্যবসায়ে নীতি বদলালে লাভের মুখ দেখতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার শেষ করার সুযোগ পেতে পারেন। 

কর্কট রাশি- বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। কোথাও টাকা আটকে থাকলে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ভাল প্রস্তাব আসতে পারে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, যা পরবর্তীকালে প্রচুর সুবিধা দেবে।