আজকাল ওয়েবডেস্ক: প্রেমে পড়ার অনুভূতি নিঃসন্দেহে জীবনের অন্যতম সেরা এবং অনন্য এক অভিজ্ঞতা। নতুন এক মানুষের আগমন, মন জুড়ে প্রজাপতির আনাগোনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন- এই সবকিছু আমাদের এক ভিন্ন জগতে নিয়ে যায়। কিন্তু আবেগের এই প্রবল স্রোতে গা ভাসিয়ে দেওয়ার আগে সামান্য থমকে দাঁড়ানো প্রয়োজন। প্রয়োজন কিছুটা আত্মবীক্ষণের। কারণ একটি সুস্থ এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত তৈরি হয় পারস্পরিক বোঝাপড়ার পাশাপাশি নিজের প্রতি স্বচ্ছতার উপর ভিত্তি করে। কোনও নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজেকে কয়েকটি জরুরি প্রশ্ন করলে ভবিষ্যতের পথচলা অনেক মসৃণ হতে পারে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
১। আপনি কি আদৌ প্রস্তুত?
এটিই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজেকে সততার সঙ্গে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যিই একটি নতুন সম্পর্কের জন্য মানসিকভাবে প্রস্তুত? অনেক সময় আমরা পুরনো সম্পর্কের ক্ষত সারাতে বা একাকিত্ব দূর করতে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু অন্যের মধ্যে নিজের অপূর্ণতা খোঁজা সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। আগে নিশ্চিত হন, আপনি নিজের সঙ্গে একা থাকতে খুশি কি না। আপনার নিজের মানসিক শান্তি এবং ভাল থাকা যখন অন্যের উপর নির্ভরশীল নয়, তখনই আপনি একটি সম্পর্কের জন্য প্রকৃত অর্থে প্রস্তুত। আপনার জীবনের লক্ষ্য কী? আপনার মূল্যবোধ কোনগুলি? এই বিষয়গুলিতে স্বচ্ছতা থাকা দরকার।
২। নতুন সম্পর্কটি থেকে কী প্রত্যাশা?
নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী চাইছেন? শুধুমাত্র সাময়িক ভাল লাগা, নাকি এক দীর্ঘস্থায়ী অঙ্গীকার? এই বিষয়ে নিজের কাছে স্পষ্ট থাকা অত্যন্ত জরুরি। আপনার সঙ্গীর কাছ থেকে আপনার প্রত্যাশা কী? তিনি আপনার জন্য কতটা সময় দেবেন, কিংবা আপনি কতটা ব্যক্তিগত পরিসর বা ‘স্পেস’ চান- এই বিষয়গুলি নিয়ে ভাবুন। শুধু রঙিন চশমা পরে সম্পর্ককে দেখলে চলবে না। বাস্তবের জমিতে দাঁড়িয়ে বিচার করুন, আপনার প্রত্যাশাগুলি কতটা যুক্তিযুক্ত এবং সম্ভাব্য সঙ্গী তা পূরণ করতে সক্ষম কি না।
৩। অতীতের ছায়া কি পিছু ছাড়ছে না?
আপনি কি নিজের পুরনো সম্পর্ককে সম্পূর্ণভাবে অতিক্রম করতে পেরেছেন? নাকি তার কোনও অমীমাংসিত অধ্যায় এখনও আপনার মনকে ভারাক্রান্ত করে রেখেছে? যদি পুরনো সম্পর্কের কোনও তিক্ততা, বিশ্বাসভঙ্গ বা মানসিক আঘাত থেকে আপনি এখনও বেরিয়ে আসতে না পারেন, তবে সেই ছায়া নতুন সম্পর্কের উপরও পড়বে। নতুন সঙ্গীর উপর পুরনো অভিজ্ঞতার রাগ বা অবিশ্বাস চাপিয়ে দেওয়া অন্যায়। তাই নতুন করে পথচলা শুরুর আগে নিশ্চিত করুন, অতীতের সব পাতা আক্ষরিক অর্থেই ঝরে গিয়েছে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
৪। আপনি কি নিজেকে উজাড় করে দিতে রাজি?
সম্পর্ক মানে শুধু পাওয়া নয়, অপরকে অনেক কিছু দেওয়াও বটে। সম্পর্ক পারস্পরিক সময়, মানসিক সঙ্গ এবং অংশীদারিত্ব দাবি করে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের জীবনের কিছুটা অংশ অন্য একজনের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত? তাঁর প্রয়োজনে পাশে দাঁড়াতে, তাঁর স্বপ্নকে গুরুত্ব দিতে এবং ক্ষেত্রে বিশেষ নিজের ইচ্ছার সঙ্গে আপস করতে পারবেন তো? সম্পর্ক একতরফা হয় না। যদি আপনি শুধু নিজের কথাই ভাবেন, তবে সেই সম্পর্ক বেশি দূর এগোবে না।
পরিশেষে বলা যায়, প্রেম কোনও অঙ্ক কষে হয় না, একথা যেমন ঠিক তেমনই সম্পর্কে জড়ানোর আগে এই আত্মবীক্ষণ আদতে নিজেকে এবং আপনার সম্ভাব্য সঙ্গীকে সম্মান জানানোরই এক নামান্তর। এই প্রশ্নগুলি আপনাকে কেবল একটি সুস্থ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে না, বরং একজন উন্নত মানুষ হিসেবে নিজেকে চিনতেও সাহায্য করবে।