আজকাল ওয়েবডেস্ক: এ যেন পি সি সরকারের ভেল্কি! চোখের সামনে গায়েব হয়ে গেল একটি আস্ত বেগুন! নেপথ্যে মিলি বাম্পিনি নামের এক তরুণী। তাঁর এই কাণ্ড রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ইনস্টাগ্রামে। ঠিক কী করেছেন এই তরুণী?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন মিলি, তাতে দেখা যাচ্ছে তাঁর মুখের ঠিক সামনে একটি স্ট্যান্ডে রাখা রয়েছে একটি বেগুন। এর পরই আসল চমক। তুলিতে রং মাখিয়ে সেই বেগুনের গায়ে রং মাখাতে শুরু করেন তিনি। ক্রমশ নিজের ত্বকের রঙে রাঙিয়ে তোলেন বেগুনটিকে। আর এমন ভাবে রং করেন যা এক ধরনের দৃষ্টিভ্রম তৈরি করে। এক ঝলকে দেখলে মনে হয় যেন হওয়ায় অদৃশ্য হয়ে গিয়েছে বেগুনটি।
আসলে মিলি একজন প্রথিতযশা শিল্পী। বিভিন্ন জিনিসে রং করে সেগুলিকে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একরূপ করে দিতে সিদ্ধহস্ত তিনি। শুধু বেগুন নয়, ক্যাপসিকাম থেকে পিৎজা দৈনন্দিন ব্যবহারের বহু জিনিসই রং করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় দুই লক্ষ। প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। দেড় কোটির বেশি নেটিজেন দেখে ফেলেছেন ভিডিওটি।
