আজকাল ওয়েবডেস্ক: কখনও কখনও উপকার করতে গিয়েও বিপাকে পড়তে হয়। এমনই ঘটনা ঘটল চীনের এক ব্যক্তির সঙ্গে। ভেবেছিলেন প্রতিবেশীরা বুঝি বিপদে পড়েছেন। তাই সাহায্য করার জন্য প্রশাসনে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকল-সহ হাজির হয় পুলিশ। কিন্তু প্রতিবেশীদের দরজা খুলতেই যা দেখা গেল তাতে চক্ষু চড়কগাছ সকলের।

ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংঝাও প্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, একটি ছয়তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে একজন মহিলার চিৎকারের শব্দ ভেসে আসতে শোনেন প্রতিবেশীরা। আর্তনাদের মতো সেই আওয়াজ শুনে তাঁরা ভাবেন হয়তো কোনও বিপদে পড়েছেন তিনি। তৎক্ষণাৎ খবর দেন প্রশাসনে। রীতিমতো সাজ সরঞ্জাম নিয়ে হাজির হন দমকলকর্মীরা। ডেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তার পরেই শাবল দিয়ে দরজা ভাঙতে উদ্যত হন দমকলকর্মীরা।

তখনই দরজা খুলে বেরিয়ে আসেন এক অর্ধনগ্ন ব্যক্তি। দৃশ্যত অবাক ওই ব্যক্তি প্রশ্ন করেন, “এটা কী করছেন আপনারা?” তার পরেই গায়ে চাদর জড়িয়ে এক মহিলা বেরিয়ে আসেন তাঁর পিছু পিছু। ধোঁয়াশা কাটে সেই মহিলার কথাতেই। তিনি দমকলকর্মীদের জানান, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন তাঁরা। আদরের তীব্রতায় শীৎকার করে ওঠেন তিনি। বোঝা যায়, সেই আওয়াজই আর্তনাদ ভেবে ভুল করেন প্রতিবেশীরা। দরজা ভাঙার থেকে শুরু করে গোটা বিষয়টি খোলসা করার পুরোটাই ধরা পড়েছে অপর এক প্রতিবেশীর ক্যামেরায়। চীনের সমাজমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।