আজকাল ওয়েবডেস্ক: শাশুড়ির সন্দেহবাতিক যে এমন প্রবল সমস্যার সৃষ্টি করবে স্বপ্নেও ভাবেননি নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা। নিজের সহকর্মীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে দেখেন শাশুড়ি। মনে মনে ভেবে নেন ওই ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর তার পরেই এমন একটা কাজ করেন শাশুড়ি যা বলতেও লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে অভিযোগকারী মহিলাকে।

নেটমাধ্যম রেডিটে অভিযোগকারী মহিলা বিস্তারে লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা। মহিলা জানিয়েছেন কাইল নামের এক পুরুষ সহকর্মীর সঙ্গে কাজের কথা বলতে বলতে মধ্যাহ্নভোজ সারছিলেন তিনি। কাইল সমকামী। কাজেই তাঁর সঙ্গে মহিলার সম্পর্কের প্রশ্নই ওঠে না। অথচ সেটা দেখে তাঁর শাশুড়ি ডায়ান ভেবে নেন পুত্রবধূ পরকীয়া করছেন। বিষয়টি নিয়ে কোনও কথা না বলেই বীভৎস একটি সিদ্ধান্ত নেন ডায়ান। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, রাতে ঘুমিয়ে থাকার সময় লুকিয়ে তাঁদের ঘরে প্রবেশ করেন শাশুড়ি। তার পর রাগে উম্মত হতে কেটে দেন পুত্রবধূর লম্বা চুল।

সকালে উঠে অভিযোগকারী মহিলা চমকে ওঠেন মাথার অবস্থা দেখে। স্বামী টিমকে প্রশ্ন করায় তিনিও জানান, গোটা বিষয় সম্পর্কে তাঁর কিছু জানা নেই। শেষে শাশুড়িকে জিজ্ঞাসা করতেই অম্লানবদনে নিজের কীর্তির কথা স্বীকার করেন তিনি। এমনকী তিনি ঠিক করেছেন বলেও দাবি করেন ডায়ান। যদিও গোটা ঘটনায় স্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন স্বামী টিম। অভিযোগকারী মহিলার দাবি, এই ঘটনার পর আর একসঙ্গে থাকতে পারবেন কি না তা নিয়ে ভাবনা চিন্তা করছেন তিনি।