আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার সময় যৌনতা নিয়ে কী কী সমস্যা দেখা যায় তা নিয়ে তৈরি এই সিরিজ শোরগোল ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। এবার সেই সিরিজ দেখেই অনুপ্রাণিত হয়ে সদ্য যৌবনে পা দেওয়া তরুণদের কৌমার্য ভাঙতে চান বলে জানালেন খ্যাতনামা মডেল ক্যামি স্ট্রেলা।

এই অনলি ফ্যানস মডেল সম্প্রতি জানিয়েছেন, যাঁরা আগে কোনও দিন সঙ্গম করেননি তাঁদের পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতে তিনি তাঁদের সঙ্গে সঙ্গম করতে রাজি তিনি। তারকা মডেলের দাবি, যদি প্রথমবারই তাঁরা ভাল অনুভূতি পান তাহলে আর খারাপ পথে যাবেন না। বিষয়টিকে ‘সমাজ সেবা’ হিসাবেও দাবি করেছেন তিনি।

স্ট্রেলা নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তাঁর দাবি, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ শুধু সংযোগ চায়। কিন্তু ডেটিং অ্যাপের দুনিয়ায় সবকিছু এতো দ্রুত হয় যে মানসিক যোগসূত্র স্থাপন করার সুযোগ পাওয়া যায় না। মডেল জানান, তিনি সেই যোগসূত্র কেমন হতে পারে সেটাই দেখাতে চান। বিষয়টি মানসিক স্বাস্থ্য ভাল রাখতেও সহায়ক বলে দাবি মডেলের।