আজকাল ওয়েবডেস্ক: সুনীল গাঙ্গুলি যাই বলুন, ভ্রু পল্লবের ভূমিকা শুধু চন্দনের বনে নয়, প্রতিদিনের জীবনেও সমান গুরুত্বপূর্ণ। ঘন এবং সুন্দর ভ্রু মুখের আকর্ষণ অনেকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু সবার মুখে ভ্রু সমান মোটা হয় না। কারও কারও এতই পাতলা হয় যে নিয়মিত প্রসাধনী ব্যবহার করতে হয়। কিন্তু এত রাসায়নিক পণ্যের ব্যবহার কী ভাল? তার বদলে বরং কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন, প্রাকৃতিক উপায়েই ভ্রু ঘন হবে।
১. ক্যাস্টর অয়েল
এই তেল চুলের গোড়াকে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।
ব্যবহার: প্রতিদিন রাতে ঘুমতে যাওয়ার আগে একটি কটন বাডে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে ভ্রুতে আলতো করে মালিশ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন।
২. নারকেল তেল
এটি ভ্রুর চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে, বাড়ায় ঘনত্ব।
ব্যবহার: এটিও রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে। সামান্য নারকেল তেল আঙুলের আগায় নিয়ে ভ্রুতে হালকা হাতে মালিশ করুন। সকালে উঠে জল দিয়ে ধুয়ে নিন।
৩. অ্যালোভেরা জেল
তাজা অ্যালোভেরা জেল ভ্রুর গোড়ায় আর্দ্রতা জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
ব্যবহার: অ্যালোভেরা জেল ভ্রুতে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই টোটকা রোজ একবার ব্যবহার করতে পারেন।
