ন্যায় এবং কর্মের কারক গ্রহ শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে এবং গ্রহসমূহের সেনাপতি মঙ্গল রয়েছে কন্যা রাশিতে। ফলে তারা একে অপরের বিপরীত অবস্থানে রয়েছে। এই অবস্থা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, যতদিন না মঙ্গল গ্রহ তুলা রাশিতে গমন করছে।
 
 
 এই অশুভ যোগ তিনটি রাশির জন্য বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রেই পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে।
শনি–মঙ্গলের দৃষ্টি : কন্যা রাশির উপর প্রভাব
 
 কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান মানে আপনার লগ্ন (প্রথম ঘর)-এ তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি প্রবেশ করছে। অন্য দিকে, আপনার সপ্তম ঘরে শনি অবস্থান করছে।এই দুই গ্রহের মধ্যে যে পারস্পরিক দৃষ্টি তৈরি হচ্ছে, তা কন্যা রাশির জাতকদের বৈবাহিক জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বে সমস্যার কারণ হতে পারে।
 
 এই সময়ে আপনাদের বারবার রাগ হতে পারে, যার প্রভাব পড়বে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কে।
 
 চাকরিজীবী জাতকদের সহকর্মীদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।
 
 সহকর্মীরা বসকে আপনাদের বিরুদ্ধে করতে পারে।
 
 এর ফলে আপনি রাগ এবং অজানা ক্ষোভের সম্মুখীন হতে পারেন।
শনি–মঙ্গলের দৃষ্টি : বৃশ্চিক রাশির উপর প্রভাব
 
 শনি–মঙ্গলের দৃষ্টির কারণে বৃশ্চিক রাশির জাতকদের খুবই সতর্ক থাকতে হবে। এই সময়ে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
 
 আপনার আচরণ এবং রাগের কারণে বন্ধু এবং প্রিয়জনরা আপনার থেকে দূরে সরে যেতে পারেন।
 
 আর্থিক সমস্যাও এই সময়ে অব্যাহত থাকতে পারে।
 
 মানসিক শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে।
 
 বৈবাহিক জীবনে, সঙ্গীর সঙ্গে কোনও ছোটখাটো ঝগড়া দ্রুত বড় আকার ধারণ করে গুরুতর বিতর্কে রূপ নিতে পারে।
 
 যাঁরা ইতিমধ্যেই ব্যবসায়িক বা ব্যক্তিগত বিষয়ে মামলাজটের মধ্যে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
শনি–মঙ্গলের দৃষ্টি : মীন রাশির উপর প্রভাব
 
 মীন রাশির জাতকদের জন্য মঙ্গল হল দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি, আর শনি হল একাদশ ও দ্বাদশ ভাবের অধিপতি। বর্তমানে শনি আপনার রাশির লগ্নভব (প্রথম ঘরে) অবস্থান করছেন এবং মঙ্গল অবস্থান করছেন সপ্তম ঘরে। এর ফলে ১–৭ অক্ষ (axis) তৈরি হচ্ছে।
 
 শাস্ত্রে সপ্তম ঘরে মঙ্গলের অবস্থানকে অশুভ বলে মনে করা হয় এবং একে মঙ্গল দোষ এর কারণ হিসাবে ধরা হয়।     
 
 শাস্ত্র অনুযায়ী, সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি শুভ নয় এবং অনেক সময় একে মঙ্গল দোষ বলা হয়। এই পরিস্থিতি মীন রাশির জাতকদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
 
 
 সম্ভাব্য প্রভাবসমূহ :
 
 কাজে দেরি ও বাধা : আপনি যে কোনও নতুন কাজ শুরু করলে তা ঠিকমতো এগোবে না, বারবার আটকে যেতে পারে বা বিলম্ব হবে। এতে আপনার ধৈর্য নষ্ট হতে পারে।
 
 দাম্পত্য জীবনে সমস্যা : স্বামী-স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া, মতবিরোধ কিংবা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যেসব দম্পতির সম্পর্কে আগেই টানাপোড়েন রয়েছে, তাদের জন্য সময়টা আরও কঠিন হতে পারে।
 
 অর্থনৈতিক ঝুঁকি : টাকা-পয়সার লেনদেনে এই সময় সতর্ক থাকতে হবে। অযথা ধার-দেনা করা বা কাউকে বড় অঙ্কের টাকা দেওয়া আপনার ক্ষতির কারণ হতে পারে।
 
 মানসিক অশান্তি : হঠাৎ করেই মন ভারাক্রান্ত লাগতে পারে। কাজ এগোচ্ছে না বলে দুশ্চিন্তা বাড়বে, আবার পারিবারিক অশান্তি থেকেও মানসিক চাপ তৈরি হতে পারে।
 
 নতুন কাজে বিরতি : আপনি যদি নতুন কোনো প্রকল্প, ব্যবসা বা পরিকল্পনা শুরু করার কথা ভাবেন, তবে এখনই তা না করে কিছুটা সময় অপেক্ষা করাই শ্রেয়। পরিস্থিতি শান্ত হলে কাজ শুরু করলে সাফল্যের সম্ভাবনা বেশি।
