জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৪ জানুয়ারি গ্রহদের রাজা সূর্য মকর রাশিতে গোচর করবে। এই দিন মকর সংক্রান্তির পুণ্য তিথি উদযাপিত হবে। এর দু'দিন পরই, ১৬ জানুয়ারি গ্রহসেনাপতি মঙ্গলও মকর রাশিতে প্রবেশ করবে।

 

মকর রাশিতে আদিত্য-মঙ্গল রাজযোগ

 

এইভাবে শনি-শাসিত মকর রাশিতে সূর্য ও মঙ্গলের যুগল যোগে গঠিত হবে আদিত্য-মঙ্গল রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ ও শক্তিশালী বলে মানা হয়। বিশেষত, বছরের শুরুতেই মকর রাশিতে এই বিরল যোগ গঠিত হওয়া চার রাশির জন্য ভীষণ ফলদায়ক প্রমাণ হতে পারে।

 

মেষ রাশি

 

মেষ রাশির জাতকরা বর্তমানে শনির সাড়ে সাতির প্রভাব ভোগ করছে। তবে ২০২৬ সালের শুরুতে গঠিত আদিত্য-মঙ্গল রাজযোগ তাদের জন্য বড় উপকার বয়ে আনবে। কাজে উন্নতি হবে, ব্যবসায় অগ্রগতি দেখা দেবে, আর্থিক শক্তি বাড়বে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

 

বৃষ রাশি

 

বৃষ রাশির জাতকদের এই রাজযোগ চারদিক থেকে লাভ দেবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে, নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তি হবে, যা ভবিষ্যতে স্থায়ী লাভে পরিণত হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ মিলবে, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং মানসিকভাবে স্বস্তি পাবে। বিবাহের সম্ভাবনাও উজ্জ্বল হবে।

 

তুলা রাশি

 

মঙ্গল-সূর্যের এই শুভ যুগল যোগ তুলা রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ ফল বয়ে আনবে। আর্থিক সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। নতুন বাড়ি, সম্পত্তি বা গাড়ি কেনার সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনে শান্তি ও সুখ বজায় থাকবে। মানসিক স্থিরতা থাকবে এবং বিনিয়োগ থেকে ভাল মুনাফা হবে।

 

মকর রাশি

 

মকর রাশিতেই সূর্য ও মঙ্গলের সংযোগে গঠিত আদিত্য-মঙ্গল রাজযোগ এই রাশির জাতকদের বিশেষ আশীর্বাদ দেবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করার সুযোগ আসবে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের বিয়ে পাকা হওয়ারও যোগ তৈরি হচ্ছে।

 

মকর রাশিতে সূর্য ও মঙ্গলের এই বিরল যোগ—আদিত্য-মঙ্গল রাজযোগ—২০২৬ সালের সূচনাকে মহাজাগতিকভাবে বিশেষ করে তুলেছে। জ্যোতিষ মতে, এই শক্তিশালী সংযোগ চার রাশির জন্য যেন ভাগ্যদ্বার খুলে দেওয়ার মতোই কাজ করবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, অর্থনৈতিক স্থিতি, আত্মবিশ্বাসের বৃদ্ধি এবং ব্যক্তিগত জীবনে সুখ-সমৃদ্ধি—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

নতুন বছর যাদের জীবনে দীর্ঘদিনের স্থবিরতা বা কষ্ট ছিল, তাদের জন্য এই সময় হতে পারে নতুন আশার আলো। সামগ্রিকভাবে, ২০২৬-এর এই শুভযোগ অনেকের জীবনে শক্তি, প্রেরণা এবং সাফল্যের নতুন অধ্যায় সূচনা করবে