আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তন নির্দিষ্ট রাশিদের জীবনে প্রভাব ফেলে। মঙ্গল প্রতি ৪৫ দিন বাদে রাশি পরিবর্তন করে থাকে। মঙ্গলকে সাহস, শক্তি, সাহসিকতা প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বর্তমানে বক্রী দশায় রয়েছে গ্রহের সেনাপতি। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৫টা ১৭ মিনিটে সরাসরি সোজা চালে ফিরে আসতে চলেছে এই লাল গ্রহ। মঙ্গলের সোজা গতি ৪ রাশির জীবনে দুঃসময় বয়ে আনবে। তাহলে চরম বিপদে পড়বেন কারা? জেনে নিন-
 

বৃষ- মঙ্গলের মার্গী দশায় বৃষ রাশির মানুষদের সাবধানে থাকতে হবে। নিজের কোনও আচরণের কারণে বিবাদে জড়িয়ে পড়বেন না। আচমকা খরচ বাড়তে পারে। নিজে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। এই সময়ে কোনও বিনিয়োগ এড়িয়ে চলুন।

কর্কট- মঙ্গলের সোজা চলনে কর্কট রাশির পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। কঠিন পরিশ্রম করেও সাফল্য নাও পেতে পারেন।আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। দাম্পত্যে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে৷ শরীরের দিকে খেয়াল রাখুন। বদহজমের সমস্যায় ভুগতে পারেন। 

বৃশ্চিক- মঙ্গলের মার্গী দশা বৃশ্চিক রাশির জন্য শুভ নয়। এই রাশির জাতক-জাতিকারা  একাধিক বাধার সম্মুখীন হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। নচেৎ ভবিষ্যতে টাকাপয়সার চিন্তা পিছু ছাড়বে না৷ কর্মক্ষেত্রে সহকর্মীরা বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তবে সৎ পথে কাজ করে গেলে দেরিতে হলেও ফল পাবেন।

ধনু- প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে৷ সন্তানের কোনও বিষয়ে দুশ্চিন্তায় থাকবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায়ে যে কোনও সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে। অসতর্ক হলেই বড় লোকসান হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।