আজকাল ওয়েবডেস্ক: “তখন গরমকাল, আমি একদিন সাঁতার কেটে বাড়ি ফিরেছি। পরনে হলুদ হাফপ্যান্ট ছাড়া আর কিছু নেই। হঠাৎ করেই আমার চোখ পড়ল আয়নার দিকে। চমকে উঠলাম, আমি তাকিয়ে রয়েছি, আমার প্রতিবিম্বও তাকিয়ে রয়েছে। বিষয়টা কিছুটা প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো। ধীরে ধীরে এগিয়ে গেলাম আয়নার দিকে। নিজের প্রতিবিম্বের উপর দু’হাত রাখলাম। তার পর চুমু খেলাম। সারা দেহে যেন বিদ্যুত খেলে গেল।” সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন এক ব্যক্তি।

কিন্তু নিজের প্রতিবিম্বকেই চুম্বন করার কারণ কী? আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্রিস নামের ওই ব্যক্তির দাবি, তিনি ‘অটো সেক্স্যুয়াল’। অর্থাৎ নিজের প্রতি নিজে যৌন আকর্ষণ অনুভব করেন তিনি। শুধু তাই নয়, পেশায় যোগ প্রশিক্ষক ক্রিস নিজের প্রতিবিম্ব দেখেই স্বমেহন করেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমে।

৪২ বছর বয়সি ক্রিস একাই থাকেন। কারণ তাঁর যৌনতার ধারণা বুঝতে অক্ষম আত্মীয় স্বজনরা। ক্রিস নিজেই জানিয়েছেন, তাঁর বাবা মা মারা যাওয়ার আগে পর্যন্তও বিষয়টি বুঝে উঠতে পারেননি। তবে যে যাই ভাবুক, ক্রিস কিন্তু নিজের সম্পর্কে বরাবরই খোলামেলা। সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, মাত্র ১২ বছর বয়সে বয়ঃসন্ধিতে পা দেওয়ার সময় থেকেই তিনি নিজেকে শারীরিক ও মানসিক ভাবে ভালবাসেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এই আচরণকে বলা হয়, ‘অটো ইরোটিসিজম’। বিষয়টি বিরল হলেও একেবারে মৌলিক নয় বলেই জানাচ্ছেন মনোবিদরা।