আজকাল ওয়েবডেস্ক: আট বছরের সম্পর্ক যে এভাবে শেষ হবে একেবারেই ভাবতে পারেননি আইটি সংস্থার কর্মী ডন। স্ত্রী এবং সাত বছরের কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর। স্ত্রী পেশায় চিত্রশিল্পী। তাই অধিকাংশ সময় বাড়িতেই থেকে কাজ করতেন। অফিস থেকে ফিরে কোনও দিনই ডনের মনে হয়নি অস্বাভাবিক কিছু ঘটছে বাড়িতে। একদিন কন্যাকে ঘুম পাড়াতে গিয়ে আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাম্প্রতিক স্বীকারোক্তিতে ডন জানিয়েছেন, ঘটনার দিন রোজকার মতোই একসঙ্গে রাতের খাবার খান তাঁরা। তার পর কন্যাকে ঘুম পাড়াতে নিয়ে যান ঘরে। খেলনা-সহ যখন কন্যা প্রায় ঘুমে ঢলে পড়ছে, তখনই সে বলে, “ড্যানিয়েল কাকু বেশ ভাল। আমার আর মায়ের সঙ্গে অনেকক্ষণ খেলা করে।” মেয়ের কথা শুনে চমকে ওঠেন ডন! কে ড্যানিয়েল? তিনি তো এই নামে কাউকে চেনেন না? কোনও ক্রমে নিজেকে সামলে কন্যাকে প্রশ্ন করেন এই অজানা কাকুর সম্পর্কে। তার পরেই মেয়ে তাঁকে জানায়, ড্যানিয়েল নামে একজন ব্যক্তি প্রায়ই তাঁদের বাড়ি আসেন এবং তার ও তার মায়ের সঙ্গে বসে বিভিন্ন খেলনা নিয়ে খেলেন। কন্যা এও জানায়, যে খেলা শেষ হওয়ার পর মা এবং ড্যানিয়েল কাকু অন্য ঘরে চলে যান।
ডনের বুঝতে বাকি থাকে না কী হচ্ছে। মেয়েকে কিছু না বললেও স্ত্রীকে সরাসরি বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তিনি। স্ত্রীও কোনও রকম রাখঢাক না করেই স্বীকার করে নেন পরকীয়ার কথা। তাঁর দাবি, ডন সময় দিচ্ছেন না বলেই পরকীয়াতে লিপ্ত হয়েছেন তিনি। এই স্বীকারোক্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। প্রতিবেদনে প্রকাশিত সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের একটি পরিসংখ্যান অনুসারে ৩৭.৬ শতাংশ মানুষই কোনও পরিজনের কাছ থেকেই সঙ্গীর পরকীয়ার সংবাদ পান। এক্ষেত্রেও তেমনই ঘটনা ঘটেছে বলে মত বিশেষজ্ঞদের।
