আজকাল ওয়েবডেস্ক: মাশুরমের গুণাগুণ সম্পর্কে এখন অনেকেই অবগত। এমনকী দেশের প্রধানমন্ত্রীও নিয়ম করে এই খাবার খান। কিন্তু ভুল প্রজাতির মাশরুম খেয়ে ফেললে ফল যে কতটা মারাত্নক হতে পারে তার প্রমাণ মিলল অস্ট্রেলিয়ায়।

অজি সংবাদমাধ্যম সুত্রে খবর, ৩৭ বছরের এক ব্যক্তি ঘুরতে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ঘটনাক্রমে চার-পাঁচটি বিশেষ ধরনের মাশরুম খেয়ে ফেলেন তিনি। আর তাতেই বিপত্তি। পুলিশের দাবি, তিনি যে বন্য মাশরুম খেয়েছিলেন তার নাম সাইলোসাইবিন। এই মাশরুমে ভয়ঙ্কর নেশা হয়ে যায়। এক্ষেত্রেও ওই ব্যক্তি বোধ-জ্ঞান হারিয়ে ফেলেন। নেশার ঘোরে নিজের পুরুষাঙ্গ কেটে একটি শিশির মধ্যে ভরে ফেলেন। শুরু হয় প্রবল রক্তপাত। ওই অবস্থাতেই রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ প্রশাসনে খবর দেন। হাসপাতালে ভর্তি করানো হয় ওই ব্যক্তিকে।

জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় তাঁর। প্রথমে রক্তপাত আটকানো হয়। তার পর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে জুড়ে দেওয়া হয় লিঙ্গের বিচ্ছিন্ন টুকরো। তবে লিঙ্গের দৈর্ঘ্য বেশ কিছুটা কমে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানপত্রিকা মেগা জার্নাল অফ সার্জারিতে।