আজকাল ওয়েবডেস্ক: পুনের এক স্বঘোষিত লাইফস্টাইল গুরুর কাণ্ডে তুমুল শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। নিজের মূত্র দিয়ে চোখ পরিষ্কার করার একটি ভিডিও পোস্ট করেছেন নূপুর পিট্টি নামের ওই মহিলা। তাঁর দাবি, মূত্র নাকি প্রাকৃতিক ‘আই ওয়াশ’।

নূপুরের একটি নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে যেখানে তিনি নিয়মিত জীবনধারা ( পড়ুন লাইফস্টাইল ) নিয়ে নানান টিপস দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে নিজেকে একাধিক অভিধায় ভূষিত করেছেন তিনি। সেই ইনস্টাগ্রামেই মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটিতে দেখা যায় দু’টি ছোট ছোট পাত্রে নিজের মূত্র নিয়ে, সেই মূত্র দিয়েই নিজের চোখ পরিষ্কার করছেন নূপুর। তাঁর দাবি, এই পদ্ধতিতেই ভাল থাকবে চোখ।

এখানেই শেষ নয়। কিছুদিন আগেই বিজেপি নেতা পরেশ রাওয়ালের মূত্র পান করার সমর্থনে মুখ খুলেছিলেন তিনি। একটি গোটা ভিডিও বানিয়ে তিনি দাবি করেন মূত্র পান করা পৃথিবীর শ্রেষ্ঠ ‘স্ব নিরাময় পদ্ধতি’। তাঁর দাবি আমাদের পূর্বপুরুষদের তৈরি ‘মূত্র থেরাপি’-তে নাকি ত্বকের সমস্যা থেকে বাতের ব্যথা, এমনকী ক্যানসার পর্যন্ত নিরাময় সম্ভব। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই তীব্র সমালোচনা ধেয়ে এসেছে বিষয়টি নিয়ে। চিকিৎসকেরা সাফ জানিয়েছেন এই ধরনের কাজ করতে যাবেন না। এগুলি অন্ধ কুসংস্কার ছাড়া কিছুই না।