আজকাল ওয়েবডেস্ক: ফুলে-ফলে-পাতায় ওরাও কিন্তু জানান দেয় ভালবাসার কথা। বাড়িতে একটুকরো সবুজ থাকলেই নিমেষে ভাল হয়ে যায় মন। বাড়তি প্রাপ্তি দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব তো রয়েইছে। আজকের দিনে আলো, পর্দা, আসবাবপত্রের সঙ্গে গাছও হয়ে উঠেছে অন্দরসজ্জার অঙ্গ। তবে শুধু ঘরের সজ্জা নয়, বাস্ত্রশাস্ত্র মতে, বেশ কিছু গাছ বাড়িতে থাকলে দূর হয় নেতিবাচক মনোভাব। অফিস, বাড়ি থেকে প্রেম, জীবনে যে কোনও সমস্যায় নির্দিষ্ট কিছু গাছের প্রভাবে মিলতে পারে সমাধান। ঠিক যেমন সঙ্গীর বদমেজাজের কারণে যদি সম্পর্কে সমস্যার সম্মুখীন হন, তাহলেও ভরসা রাখতে পারেন গাছের উপর। হ্যাঁ, নির্দিষ্ট একটি ফুলগাছই মোমের মতো গলিয়ে দিতে পারে আপনার সঙ্গীর মেজাজ। তাহলে কী সেই গাছ, কীভাবে সেটি পরিচর্যা করবেন, জেনে নেওয়া যাক। 

বাড়িতে পদ্ম ফুলের গাছ রাখলে তা মেজাজ ঠান্ডা করতে পারে, শান্ত থাকে মন। যার জন্য পদ্ম ফুলের কিছু বীজ নিয়ে একটি পাত্রে অল্প জল দিয়ে রাখতে হবে। সেই বীজ থেকে বেড়ে উঠবে পদ্ম ফুল গাছ। বাড়ির ব্যালকনি কিংবা লিভিং রুমে রখতে হবে গাছটিকে। সুফল পেতে অবশ্যই ঘরের উত্তর-পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকে গাছটিকে রাখুন। 

বাস্তু শাস্ত্র মতে, পদ্মফুলের গাছটিতে যখন কুড়ি আসবে তখনই বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে। নিমেষে ঘরের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ প্রভাব নষ্ট করে দেবে। পদ্ম ফুলের মিষ্টি গন্ধে মনও থাকবে চনমনে। একইসঙ্গে সঙ্গী যদি বদমেজাজি, খিটখিটে হন, তাঁকেও শান্ত করে দিতে পারে ওই গাছটি। তাহলে আপনিও যদি সঙ্গীর রাগে নাজেহাল হন, সুরাহা পেতে আজই করে দেখুন এই টোটকা। হাতেনাতে ফল পেতে বেশি সময় লাগবে না।