আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৪২ বছর বয়সে মলি কোচান একটি ভয়াবহ খবর পান। ২০০৫ সালে তাঁর স্তনে একটি পিণ্ড খুঁজে পাওয়া যায়। যদিও তখন বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাননি তিনি। কারণ সেই সময় মলিকে বলা হয় যে, ক্যানসার হওয়ার জন্য তাঁর বয়স 'খুব কম', কিন্তি মাত্র ছয় বছর পরে ২০১১ সালে স্তন ক্যানসার ধরা পড়ে মলির।
সুস্থ হওয়ার জন্য সব রকম চেষ্টা করেন মলি। অস্ত্রোপচার, কেমোথেরাপি, মাস্টেক্টমি এবং রেডিয়েশন থেরাপি-সহ সব ধরনের চিকিৎসা করা হয়। তবু ২০১৫ সালে তাঁকে জানানো হয় ক্যানসার চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছে। আর নিরাময় সম্ভব নয়। হাতে মাত্র কয়েক বছর বাকি।
এই খবর শোনার পরেই জীবন একেবারে বদলে ফেলেন মলি। সিদ্ধান্ত নেন, মরতে যখন হবেই তখন যে ক'দিন বাঁচবেন, সে ক'দিন যা খুশি তাই করবেন। যেমন ভাবা তেমন কাজ। স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের মতো বাঁচতে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। তার পরেই শুরু করেন ইচ্ছে অনুযায়ী সঙ্গম।
এই সময় তাঁর আলাপ হয় পডকাস্টার নিকি বোয়ের সঙ্গে। নিকির সঙ্গে গভীর বন্ধুত্ব হয় তাঁর। নিকি মলির জীবনের শেষ দিনগুলি ধরে রাখেন একটি তথ্যচিত্রে। নিকির তথ্য অনুযায়ী প্রায় ২০০ জনের সঙ্গে সঙ্গম করেছিলেন মলি। শেষ পর্যন্ত ২০১৯ সালে ৪৫ বছর বয়সে মারা যান মলি। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতনতা বৃদ্ধি করে গিয়েছেন তিনি। তাঁর যুক্তি ছিল নিজের ইচ্ছা অনুযায়ী যৌনতার মাধ্যমেই নারীরা নিজেদের সামাজিক নীতিপুলিশি থেকে মুক্ত করতে পারেন।
এবার এই তথ্যচিত্রটিকেই একটি সিরিজ আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। তাঁদের ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস এ ধারাবাহিক পর্বে দেখা যাবে এই তথ্যচিত্র।
