শীতের মরশুম এলেই আলমারি থেকে বের হয় উলের সোয়েটার, শাল, কার্ডিগান।কিন্তু এই উলের কাপড় ধোয়া নিয়ে অনেকেরই চিন্তা থাকে। একটু ভুল হলেই কাপড় ছোট হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া বা আকৃতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ওয়াশিং মেশিনে উলের কাপড় ধুতে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। অগত্যা ভরসা করতে হয় ড্রাই ক্লিনিং-এর উপর। তবে সঠিক নিয়ম মানলে ওয়াশিং মেশিনেও উলের কাপড় ধুতে পারেন। 

প্রথমে লেবেল দেখে নেওয়া জরুরিঃ উলের কাপড় ধোওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাকের ভিতরের লেবেল পড়া। সেখানে লেখা থাকে মেশিনে ধোয়া যাবে কি না, কোন তাপমাত্রার জল ব্যবহার করতে হবে। যদি ‘হ্যান্ড ওয়াশ অনলি’ বা ‘ড্রাই ক্লিন অনলি’ লেখা থাকে, তাহলে মেশিনে না ধোয়াই ভাল।

গরম জল নয়, ঠান্ডা জলে ধোয়া উচিতঃ অভিজ্ঞদের পরামর্শ, উলের কাপড় কখনও গরম জলে ধোয়া উচিত নয়। গরম জলে কাপড় সঙ্কুচিত হয়ে যায়। তাই ওয়াশিং মেশিনে সব সময় ঠান্ডা বা খুব হালকা ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে হবে।

ডেলিকেট বা উল মোড ব্যবহার করুনঃ আধুনিক ওয়াশিং মেশিনে সাধারণত ‘উল’, ‘ডেলিকেট’ বা ‘জেন্টল ওয়াশ’ মোড থাকে। এই সেটিং ব্যবহার করলে কাপড়ের উপর চাপ কম পড়ে এবং উলের তন্তু নষ্ট হয় না।

হালকা ডিটারজেন্টই ভরসাঃ সাধারণ শক্ত ডিটারজেন্ট উলের কাপড়ের জন্য ক্ষতিকর। তাই উলের বা ডেলিকেট কাপড়ের জন্য তৈরি হালকা ডিটারজেন্ট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

একসঙ্গে বেশি কাপড় ধোয়া ঠিক নয়ঃ একসঙ্গে অনেক উলের কাপড় মেশিনে দিলে সেগুলো একে অপরের সঙ্গে ঘষা লেগে নষ্ট হতে পারে। তাই অল্প অল্প করে ধোয়া উচিত। 

শুকানোর ক্ষেত্রেও সতর্কতা দরকারঃ ধোয়ার পর উলের কাপড় কখনও জোরে নিংড়ানো উচিত নয়। পরিষ্কার তোয়ালের উপর রেখে হালকা হাতে জল শুষে নিতে হবে। এরপর কাপড় সমতল জায়গায় বিছিয়ে ছায়ায় শুকানোই সবচেয়ে ভাল উপায়। ঝুলিয়ে শুকালে কাপড় লম্বা হয়ে যেতে পারে।

সব মিলিয়ে, একটু সচেতনতা ও সঠিক নিয়ম মেনে চললেই ওয়াশিং মেশিনে উলের কাপড় ধোয়া একেবারেই নিরাপদ। এতে সময় বাঁচবে, খরচও কমবে আর শীতের প্রিয় পোশাক দীর্ঘদিন থাকবে নতুনের মতো।