শীতের মরশুম এসে গিয়েছে। চারপাশে ঠান্ডার আমেজ। আলমারি থেকে বেরিয়ে পড়েছে সোয়েটার, জ্যাকেট-সহ অন্যান্য গরম জামা। শীত পড়তেই এই পোশাকগুলোর ব্যবহার বেড়ে যায়, কিন্তু অনেকেই জানেন না যে গরম জামার সঠিক যত্ন না নিলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষ করে শীতের পোশাক বারবার ধোয়া মোটেই ভাল নয়। এতে কাপড়ের ফাইবার দুর্বল হয়ে যায়, ফিটিং নষ্ট হয় এবং আয়ুও কমে যায়। তাই রইল এমন কিছু সহজ কিন্তু কার্যকর টিপস, যা মেনে চললে অল্প সময়েই গরম কাপড়ের জেদি ময়লা পরিষ্কার করা যাবে। তাও অতিরিক্ত কষ্ট ছাড়াই।

শীতের জামা থেকে ময়লা দূর করে তাদের আগের মতো ঝকঝকে ভাব ফিরিয়ে আনতে খুব বেশি কিছু দরকার নেই। লাগবে সামান্য গরম জল, অল্প ডিটারজেন্ট এবং আধা চা-চামচ ইনো (ফ্রুট সল্ট)। এই তিনটি উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণে গরম জামা ভিজিয়ে দিন। সবচেয়ে ভাল ফল পেতে কাপড়গুলো অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এই সময়ের মধ্যেই ময়লা আলগা হয়ে যেতে শুরু করবে।

দশ মিনিট পর কাপড় ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সোয়েটার বা জ্যাকেটে লেগে থাকা ময়লা অনেকটাই উঠে গিয়েছে। অতিরিক্ত ধুলো, দাগ এবং ময়লাও সহজেই ছেড়ে যাবে কাপড়। এরপর পরিষ্কার জল দিয়ে হালকা হাতে ধুয়ে নিলেই যথেষ্ট। এই পদ্ধতিতে কাপড় কাচতে খুব বেশি ঘষাঘষির প্রয়োজন পড়ে না। কম পরিশ্রমে এবং অল্প সময়েই সেটি পরিষ্কার হয়ে যায়। তবে যদি সোয়েটার বা জ্যাকেট খুব দামি হয় বা বিশেষ কাপড়ের তৈরি হয়, তাহলে সেগুলো ড্রাই ক্লিনিংয়ে দেওয়াই নিরাপদ।

আরও একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি—গরম জামা কখনওই বেশি সময় জলে ভিজিয়ে রাখা উচিত নয়। এতে জামার আকার-আকৃতি নষ্ট হতে পারে। দীর্ঘক্ষণ জলে থাকলে কাপড়ে স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধও ধরতে পারে, যা পরে দূর করা কঠিন হয়ে ওঠে।

ধোয়ার পর গরম কাপড় ভালভাবে শুকনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্দ্রতা দূর করতে রোদে কাপড় মেলে দিন। সূর্যের আলোতে শুকোলে কাপড়ের ভিতরের স্যাঁতসেঁতে ভাব যেমন চলে যায়, তেমনই দুর্গন্ধের সমস্যাও দূর হয়। সঠিক যত্ন নিলে শীতের গরম কাপড় দীর্ঘদিন ভাল থাকবে এবং পরের মরশুমেও নতুনের মতো ব্যবহার করা যাবে।