আজকাল ওয়েব ডেস্ক: পুজোর কিন্তু আর খুব বেশিদিন বাকি নেই! দেড় মাসেরও কম সময়ে যে যত্ন নিতে হবে ত্বকের, যাতে পুজোর আগে পার্লারে গিয়ে পকেটে বেশি টান না পড়ে! তবে শুধুই তো পার্লারে গেলে হবে না, ত্বকের জেল্লার জন্য আগে থেকেই যত্ন নেওয়া প্রয়োজন। বর্তমানে দৈনন্দিন রূপচর্চা আর ক্লিনজার, ময়েশ্চারাইজারের মধ্যে আবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়ার দরুন বাজারে কোনও স্কিন কেয়ার প্রোডাক্ট নতুন এসেছে সেই খবর সকলের কাছেই চলে আসে। আসলে ত্বকের পরিচর্যার ক্ষেত্রে সঠিক উপাদান বেছে নেওয়া গেম-চেঞ্জার হতে পারে। ঠিক যেমন বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হায়ালুরোনিক অ্যাসিড।
ইদানীং ফেস ক্রিম, সিরাম তৈরিতে এই হাইলরোনিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই উপাদানটি আসলে ত্বকের উপর কী কাজ করে জানেন? মূলত এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও ত্বকের সমস্ত দাগছোপ, সূক্ষ্মরেখা এবং বলিরেখা দূর করতে পারে। এককথায় চটজলদি ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে ম্যাজিকের মতো কাজ করে এই অ্যাসিড। তাই পুজোর আগে এই হায়ালুরোনিক অ্যাসিডের উপর ভরসা রাখতে পারেন।
হাইলরোনিক অ্যাসিড ত্বকের কোলাজেন নামের প্রোটিন উৎপাদন গঠনে সাহায্য করে। এর ফলে ত্বকের উপর বলিরেখা এবং অন্যান্য বার্ধক্যের লক্ষণ সহজে প্রকাশ পায় না। নিয়মিত হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করলে ত্বক মসৃণ ও নিখুঁত হয়ে ওঠে।
রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য আদর্শ হাইলরোনিক অ্যাসিড সিরাম। শীতের মরশুম এবং আবহাওয়ায় আর্দ্রতা কম থাকলে হাইলরোনিক অ্যাসিড সিরাম ত্বকের যত্নে খুব ভাল কাজ করে। চেষ্টা করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি ব্যবহার করতে। তবে, গ্রীষ্মের সময় তৈলাক্ত ত্বক হলে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম এড়িয়ে যাওয়াই ভাল। যেহেতু এখনও গরম সেভাবে যায়নি, বৃষ্টির দিনে আর্দ্রতাও রয়েছে বেশ। তাই যাদের তৈলাক্ত ত্বক তাঁরা এই অ্যাসিড ব্যবহারের আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
