আজকাল ওয়েবডেস্ক: দৈনন্দিন ইঁদুর দৌড়ের জীবনে একটুকরো শান্তি নিয়ে আসতে পারে অ্যাকোয়ারিয়াম। ছোট হোক বা বড়, একটি সুন্দর অ্যাকোয়ারিয়াম ঘরে এক টুকরো প্রকৃতির ছোঁয়া এনে দেয়। তবে, শুধু কাচের পাত্রে জল ভরে মাছ রাখলেই তো হল না, অ্যাকোয়ারিয়ামের বাসিন্দাদের সুস্থ ও সুন্দর রাখতে এর সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। কীভাবে ভাল থাকবে অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র? রইল তারই কিছু কৌশলের হদিশ।
১. অ্যাকোয়ারিয়াম স্থাপন
স্থান নির্বাচন: অ্যাকোয়ারিয়াম এমন জায়গায় রাখুন, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। এতে তাপমাত্রা স্থিতিশীল থাকে। তবে একেবারে অন্ধকার ঘুপচির মধ্যেও রাখা যাবে না অ্যাকোয়ারিয়াম।
সাজসজ্জা: মাছের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে নুড়ি পাথর, কৃত্রিম গাছপালা ব্যবহার করুন। তবে, খেয়াল রাখবেন এগুলি যেন মাছের জন্য ক্ষতিকর না হয়।
২. জল
জল পরিবর্তন: প্রতি সপ্তাহে অ্যাকোয়ারিয়ামের ২৫ শতাংশ জল পরিবর্তন করুন। সম্পূর্ণ জল পরিবর্তন করলে মাছের জন্য উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে।
জলের মান: জলের পিএইচ মাত্রা, অ্যামোনিয়া, নাইট্রেট এবং নাইট্রাইট নিয়মিত পরীক্ষা করুন। এগুলি মাছের জন্য ক্ষতিকর হতে পারে।
তাপমাত্রা: মাছের প্রজাতির চাহিদা অনুযায়ী জলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
৩. খাদ্য
গুণমান: মাছকে উন্নত মানের খাবার দিন। বাজারের বিভিন্ন ধরনের মাছের খাবার পাওয়া যায়।
পরিমাণ: একসঙ্গে অনেকটা নয়, অল্প পরিমাণে খাবার দিন, যা কয়েক মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারে মাছ। অতিরিক্ত খাবার দিলে তা পচে গিয়ে জলের মান নষ্ট করে। পাশাপাশি চেষ্টা করুন রোজ নির্দিষ্ট সময়ে খাবার দিতে।
৪. মাছ নির্বাচন
প্রজাতি: কোনও মাছ দেখতে ভাল লাগছে বলেই চট করে কিনে ফেলবেন না। একই অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য উপযুক্ত প্রজাতির মাছ নির্বাচন করুন। কিছু কিছু মাছ অন্য প্রজাতির সঙ্গে থাকতে পারে না।
সংখ্যা: অ্যাকোয়ারিয়ামের আকারের তুলনায় মাছের সংখ্যা বেশি হয়ে গেলে মাছের স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই মাছের সংখ্যা নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্য: সুস্থ মাছ কিনুন। মাছের শরীরে কোনও ক্ষত বা রোগ আছে কিনা দেখে নিন। যদি কোনও মাছ আচমকা মরে যায় তবে দ্রুত সতর্ক হন।
