আজকাল ওয়েবডেস্ক: শীতকাল মানেই পার্টির মরশুম। আজ বড়দিন, কয়েক দিন বাদেই ৩১ জানুয়ারি, বর্ষশেষের রাত। এককথায় গোটা সপ্তাহই পার্টি মুড অন। এই সময়ে দেদার খানাপিনার আয়োজনে সামিল হন অনেকে। কখনও রেস্তরাঁ, পাবে, আবার কখনও হাউস পার্টিতেই চলে আনন্দ। তবে যতই রাতভর পার্টি করুন, সকালে কাজে না গিয়ে তো উপায় নেই। সকাল হতেই শরীরের সমস্ত ক্লান্তি সরিয়ে যোগ দিতে হবে কর্মক্ষেত্রে। তাই পার্টির হইহুল্লোড়ে মেতে থাকলেও সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এমনিতেও আজকাল অল্পবয়সেই ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো ক্রনিক রোগ শরীরে বাসা বাঁধে। তাই শরীরের প্রতি অবহেলা করলে চলবে না। তাহলে রাতভর পার্টির শেষে কীভাবে সকালে চাঙ্গা থাকবেন? রইল টিপস।
হ্যাংওভারের মাথাব্যথার একমাত্র ওষুধ হল জল। হ্যাঁ, জলই শরীর থেকে যাবতীয় টক্সিন বের করে দিতে পারে। পর্যাপ্ত জল খেলে ডিহাইড্রেশনের সমস্যাও হয় না। পানীয় জল ছাড়াও ডাবেল জল, ওআরএস মিশিয়ে জল খেতে পারেন। হ্যাংওভার কাটানোর উপায় হিসেবে লেবুর জলের ব্যবহার কমবেশি সকলের জানা। এক গ্লাস জলে এক টুকরো লেবু চিপে পান করতে পারেন।
হ্যাংওভার কাটানোর চা বা কফিতে চুমুক দিতে পারে। মাথা যন্ত্রণায় খানিকটা স্বস্তি পাবেন। গবেষণা বলছে, কফিতে উপস্থিত ক্যাফেইন হ্যাংওভার থেকে দ্রুত মুক্তি পেতে সাহায্য করে।
অ্যালকোহল মানুষের শরীরকে ডিহাইড্রেট করে দেয়। ফলে সকালে উঠলে অনেকেরই দুর্বল লাগে। এই সমস্যার সমাধানে তাজা ফলের রস খেতে পারেন। গোটা ফল কেটে খেলেও চলবে।
রাতভর পার্টির পরদিন সকালে ভাজা-তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। সহজপাচ্য হালকা খাবার খান। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকবে। কমবে ক্লান্তিভাব।
সকাল ঠান্ডা জলে ভাল করে স্নান করুন। শরীর তাতে অনেক বেশি ঝরঝরে লাগবে। এক নিমেষে ক্লান্তি অনেকটাই কমে যাবে।
