আজকাল ওয়েবডেস্ক: রবিবার মানেই সূর্যদেবের দিন। আজ ১৩ জুলাই পঞ্জিকামতে সূর্য মিথুন রাশিতে অবস্থান করছেন। অন্যদিকে আজ সারাদিন কৃষ্ণা তৃতীয়া তিথি। মনের কারক চন্দ্র মকর ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে। এটি ২৭ টি নিত্য যোগের অন্যতম। এই যোগের সঙ্গে দীর্ঘায়ু এবং সমৃদ্ধির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাই আজ সূর্যের আশীর্বাদে কপাল খুলে যেতে পারে বেশ কিছু রাশির।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
বৃষ
আজ বৃষ রাশির জাতকদের জন্য দিনটি বেশ ইতিবাচক। দীর্ঘদিনের কোনও আর্থিক জট খুলে যেতে পারে। কর্মস্থানে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। আজ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেম বা দাম্পত্য সম্পর্কেও আসতে পারে নতুন গতি।
কর্কট
চন্দ্রের অবস্থান এই রাশির জাতকদের জন্য নিয়ে আসবে মানসিক শান্তি ও পারিবারিক সুসংবাদ। কেউ কেউ পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
সিংহ
কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা আজ সফল হতে পারে। ঊর্ধ্বতনদের নজরে আসতে পারেন। ব্যবসায়ীরা কোনও নতুন প্রকল্পে হাত দিতে চাইলে আজ দিনটি শুভ। স্বাস্থ্যও থাকবে মোটামুটি ভাল।
ধনু
ভ্রমণের যোগ রয়েছে। আজ কোনও শুভ কাজের সূত্রপাত হতে পারে। ভাগ্য আপনার পক্ষে থাকবে, বিশেষ করে আইনি বিষয়ে যাঁরা যুক্ত আছেন, তাঁদের জন্য দিনটি সাফল্য বয়ে আনতে পারে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে।
মীন
আজ এই রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতা তুঙ্গে থাকবে। যাঁরা সাহিত্য, সংগীত বা শিল্পচর্চায় যুক্ত, তাঁদের জন্য দিনটি অসাধারণ। প্রেমে নতুন কিছু ঘটতে পারে। পুরনো ভুল শুধরে নেওয়ারও উপযুক্ত সময় আজ।
