আজকাল ওয়েবডেস্কঃ বাইরের খাবারের দিকে ফিরেও তাকাচ্ছেন না। এক্কেবারে কড়া ডায়েটের বিধিনিষেধে বেঁধে রেখেছেন নিজেকে। নিয়ম করে শরীরচর্চায় ঘামও ঝরাচ্ছেন। কিন্তু ওজন মাপার যন্ত্রে যে তেমন কোনও পার্থক্যই নজরে আসছে না। সুযোগ পেলেই উঁকি দিচ্ছে সেই বাড়তি মেদ। নেপথ্যে থাকতে পারে আপনার মেটাবলিসম বা বিপাক হার। কারণ? মেটাবলিক রেট কমে গেলে ক্যানোরি বার্ন করতে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়। সঙ্গে দেখা দেয় আরও অনেক জটিল সমস্যা। মেটাবলিসম কমে গেলে শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায়। প্রাথমিকভাবে সেই সব উপসর্গ শনাক্ত করা জরুরি।
* সহজেই ওজন বৃদ্ধি: খাবারের পরিমাণ অপরিবর্তিত রয়েছে, তবুও ওজন বেড়ে যাচ্ছে? তাহলে তা বিপাক হার কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
* স্থায়ী ক্লান্তি: ঠিক মতো ঘুম, বিশ্রাম নেওয়া সত্ত্বেও শরীরে ক্লান্তিভাব বেশি হলে মেটাবলিসম কারণ হতে পারে।
* সবসময় ঠান্ডা লাগা: বিপাক হার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সবসময় ঠান্ডা লাগা মানে মেটাবলিসম ঠিকমতো কাজ করছে না।
* হজমের সমস্যাঃ স্লো মেটাবলিজমের কারণে অনিয়মিত মলত্যাগ অথবা ঘন ঘন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
* শুষ্ক ত্বক এবং চুল পড়াঃ বিপাক হার কমে গেলে শরীরে রক্ত সঞ্চালন কমে যায়। ফলে ত্বক, চুল শুষ্ক হয়ে ওঠে।
মানসিকভাবে ক্লান্তঃ যদি সারাক্ষণ মানসিকভাবে ক্লান্ত অনুভব করেন, তাহলে তার পিছনে স্লো মেটাবলিসম থাকতে পারে।
