আজকাল ওয়েবডেস্ক: ওজন কমাতে চান? কিন্তু হাজার চেষ্টা করার পরেও ওজন কমছে না? কারণ হতে পারে প্রেম। হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি এমনই একটি তত্ত্ব ঘুরছে নেটমাধ্যমে। এই তত্ত্ব বলছে, সম্পর্কে জড়ালে অনেক ক্ষেত্রেই বেড়ে যেতে পারে ওজন। কিন্তু এই তত্ত্বের নেপথ্যে কি আদৌ কোনও যুক্তি রয়েছে? বিচারের দায়িত্ব, যাঁরা এই তত্ত্ব মানবেন তাঁদের। কী বলা হচ্ছে এই তত্ত্বে?

চেহারার সৌন্দর্যের প্রতি আচমকাই মনোযোগ কমে যাওয়া: সম্পর্কের শুরুর সময় যুগলেরা নিজেদেরকে আকর্ষণীয় দেখানোর মরিয়া চেষ্টা করলেও, পরের দিকে তাঁদের মধ্যে সেই চেষ্টা কমতে থাকে। যার  কারণে আচমকাই বেড়ে যেতে পারে ওজন। 

অধিক পরিমাণে বাইরের খাবার খাওয়া: প্রেমের শুরুর দিকে প্রেমিক-প্রেমিকা একে অপরের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সেইসময় দেখা করতে গিয়ে বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে দেখেন যুগলেরা। প্রচুর পরিমাণে ক্যালোরি থাকা খাবারও খেয়ে থাকেন তাঁরা। ফলে ওজন বেড়ে যেতে পারে।

অতিরক্ত মদ্যপান: সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগের মুহূর্তে অনেকেই মদ্যপান করে থাকেন। অ্যালকোহলে অধিক পরিমাণে ক্যালোরি থাকে। অ্যালকোহল দ্রুত ওজন বাড়িয়ে দিতে পারে।  

শারীরিক কার্যকলাপ হ্রাস: একদিকে কাজের চাপ। অন্যদিকে সম্পর্ক টিকিয়ে রাখতে যুগলেরা এতই ব্যস্ত থাকেন, যে শরীর চর্চা করার সময়টুকু পান না অনেকে। ফলে ওজন বাড়ার প্রবল সম্ভবনা থেকে যায়।