আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর অবস্থান বদল করে। তারই মধ্যে বিভিন্ন গ্রহ কখনও বক্রীদশায়, আবার কখনও মার্গী চলনে ফিরে আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির জীবনে।
২০২৫ সালে চারটি গ্রহ বক্রী দশায় যাবে। বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি গ্রহ উল্টোমুখে ঘোরা শুরু করে। নিজের কক্ষপথ ছেড়ে যখনই কোনও গ্রহ উল্টোমুখে ঘুরতে শুরু করে, তাকে গ্রহের বক্রীদশা বা বিপরীতমুখী দশা বলা হয়। ৪ গ্রহের উল্টো চলনে বেশ কয়েকটি রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে। তাহলে কাদের কপাল খুলবে, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি- চার গ্রহের বক্রী চলনে শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। নতুন কোনও কাজ শুরু করলেও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের ও পরিবারের স্বাস্থ্যের প্রতি চিন্তা কমবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
বৃশ্চিক রাশি- আগামী বছরে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনির বক্রীদশায় বৃশ্চিক রাশির সুদিন ফিরতে চলেছে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন গাড়ি-বাড়ি কেনার স্বপ্নপূরণ হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মকর রাশি- চার গ্রহের বক্রী চলন নতুন বছরে মকর রাশির লাভজনক হতে চলেছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন। চাকুরিরতদের বেতন বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে কাউকে অন্ধ বিশ্বাস করলে ঠকতে পারেন।
