আজকাল ওয়েব ডেস্ক: বৃহস্পতি এবং চন্দ্রর মহামিলন হতে চলেছে। বৃহষ্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর সকাল ৬.০৯ টায় বৃষ রাশিতে গমন করবে চাঁদ। ফলে চন্দ্র ও বৃহস্পতির মিলনে তৈরি হবে গজকেশরী যোগ। যা ২৪ সেপ্টেম্বর সকাল ৯.৫৫ পর্যন্ত স্থায়ী হবে। এরপর চাঁদ বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরই মধ্যে ২৩ সেপ্টেম্বর, গজকেশরী যোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের মিল রয়েছে। বৃহষ্পতি ও চন্দ্রের এই মিলনের ফলে ৪টি রাশির জীবনে সুবর্ণ সময় আসতে চলেছে। সাফল্যের শিখরে কারা উঠবেন? জেনে নেওয়া যাক- 

সিংহ রাশি: গজকেশরী যোগ তুলা রাশির জন্য শুভ হতে চলেছে। এই রাশির মানুষদের জীবনে সৌভাগ্য আসবে। নতুন গাড়ি কিংবা কোনও দামি জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে সম্পত্তি। ব্যবসায়ীদের জন্যও ভাল সময়। চাকরিতে পদোন্নতি হতে পারে। প্রেমে সুসম্পর্ক থাকবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ আসতে পারে। 

কর্কট রাশি: এই রাশির অধিকারীরা গজকেশরী যোগ থেকে লাভবান হবেন। কর্কট রাশির জীবনে শীঘ্রই ভাল সময় আসতে চলেছে। কোনও বড় স্বপ্ন পূরণ হতে পারে। শারীরিক-মানসিকভাবে ভাল থাকবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে কেরিয়ারে সুসময় আসবে। চন্দ্র ও বৃহস্পতির আশীর্বাদে সমাজে বাড়বে সম্মান। 

তুলা রাশি: আগামী দিনে তুলা রাশির মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে। কোনও সম্পত্তি কেনার সুযোগ পেতে পারেন। নতুন জীবনসঙ্গী বা নতুন প্রেমের সঙ্গী খুঁজে পেতে পারেন। জীবনে নতুন মানুষের ইতিবাচক প্রভাব পড়ে। শুভ কাজে যুক্ত হতে পারেন। যা আগামীর পথ চলাকে মসৃণ করে তুলতে পারে।

মকর রাশি: গজকেশরী যোগের দিনে মকর রাশির অধিকারীরা কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন। যা সঠিকভাবে কাজে দ্রুত উন্নতির শিখরে পৌঁছবেন। আর্থিক অবস্থা ভাল হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসায়িকরা লাভের মুখ দেখতে পারেন। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি থাকবে।