আজকাল ওয়েবডেস্ক: "মানুষের সৎভাই চায় শুধু ফ্যান;" এক দুর্ভিক্ষের সময় ভাতের ফ্যান খেয়েই বেঁচে ছিলেন কোটি কোটি মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার বদল এসেছে। কদর কমেছে ভাতের ফ্যানের। এখন  ভাতের ফ্যান ফেলে দেওয়াই দস্তুর। কিন্তু জানেন কি খাদ্য হিসাবে না ব্যবহার করলেও, ভাতের ফ্যান বা মাড় বিভিন্ন দৈনন্দিন কাজেও ব্যবহার করা যায়? দেখে নিন ফেলে না দিয়ে কী কী উপায়ে ব্যবহার করতে পারেন ভাতের ফ্যান-

১. ত্বকের যত্নে:
 * ভাতের ফ্যান প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
 * রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে ভাতের ফ্যান ব্যবহার করা যায়।
 * ব্রণ ও ফুসকুড়ির সমস্যা দূর করতেও ভাতের ফ্যান উপকারী।
২. চুলের যত্নে:
 * ভাতের ফ্যান প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি চুলকে নরম ও মসৃণ করে।
 * চুল পড়া কমাতে ভাতের ফ্যান ব্যবহার করা যায়।
 * চুলের উজ্জ্বলতা বাড়াতেও ভাতের ফ্যান খুব ভাল কাজ করে।
৩. গাছের যত্নে:
 * ভাতের ফ্যান গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে।
 * এটি গাছের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে।
 * গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভাতের ফ্যান উপকারী।
৪. অন্যান্য ব্যবহার:
 * কাপড় কাচার সময় ভাতের ফ্যান ব্যবহার করলে কাপড় শক্ত ও টানটান হয়।
 * কাঠের আসবাবপত্র পরিষ্কার করতেও ভাতের ফ্যান ব্যবহার করা যায়।