আজকাল ওয়েবডেস্ক: কুকুর পোষার শখ খুব একটা বিরল নয়। ঘরে অনেকেই একটি পোষ্য রাখতে পছন্দ করেন। বিশেষ করে যাঁরা কুকুর পুষতে চান তাঁদের অনেকেরই প্রথম পছন্দ হয় ল্যাব্রাডর। কিন্তু অধিকাংশ মানুষ পোষ্য হিসাবে ল্যাব্রাডর নেন বলেই কি আপনারও এই প্রজাতির কুকুর পোষা উচিত? ল্যাব্রাডরছানা বাড়িতে আনার আগে মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়।
১. ব্যায়ামের চাহিদা: ল্যাব্রাডর খুবই উদ্যমী কুকুর। তাই এই প্রজাতির কুকুরের প্রতিদিন যথেষ্ট পরিমাণে ব্যায়ামের প্রয়োজন। দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি, দৌড়ানো এবং খেলাধুলা করা চাই-ই চাই। যদি ল্যাব্রাডরকে পর্যাপ্ত ব্যায়াম না করানো হয়, তবে তারা হতাশ ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
২. প্রশিক্ষণ এবং সামাজিকীকরণ: ল্যাব্রাডররা বুদ্ধিমান এবং শিখতে আগ্রহী, তবে তার জন্য ধারাবাহিক এবং ইতিবাচক প্রশিক্ষণের প্রয়োজন। ছোটবেলা থেকেই অন্যান্য কুকুর, মানুষ এবং পার্শ্ববর্তী পরিবেশের সঙ্গে তাদের সামাজিকীকরণ করানো অপরিহার্য।
৩. স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা: ল্যাব্রাডরের কিছু বংশগত স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে, যেমন হিপ এবং এলবোর হাড়ের সমস্যা, চোখের সমস্যা এবং স্থূলতা। দত্তক নেওয়ার আগে কুকুরের বংশগতির ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া এবং নিয়মিত পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৪. সঙ্গের প্রয়োজনীয়তা: ল্যাব্রাডররা মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে এবং একা থাকতে পছন্দ করে না। সেকারণেই এরা পারিবারিক কুকুর হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে একা থাকলে ল্যাব্রাডররা উদ্বিগ্ন ও একাকী বোধ করতে পারে।
৫. খাদ্যাভ্যাস: ল্যাব্রাডরদের খাবারের প্রতি খুবই আসক্তি থাকে, তাই সহজেই দেহের ওজন বেড়ে যেতে পারে। কাজেই নিয়মিত সঠিক পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়ানো এবং পোষ্য যাতে অতিরিক্ত খাবার না খায় সেদিকে নজর রাখা জরুরি।
