আজকাল ওয়েব ডেস্ক: দোরগোড়ায় দুর্গাপজো। এক বছরের অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক দিন। প্রতিদিনের গতানুগতিকতার বাইরে বাঙালির জীবনে পুজোর গুরুত্ব একেবারের আলাদাদুর্গাপুজো মানেই থোড় বড়ি খাড়া জীবনকে খানিকটা হলেও অন্যভাবে পাওয়া, অন্য স্বাদ-গন্ধের মধ্যে হারিয়ে যাওয়া। নিজস্ব রুচি অনুযায়ী আনন্দের পরিসর খুঁজে নেন সকলেকেউ চান ভিড় ঠেলে প্যান্ডেলের পর প্যান্ডেল পেরিয়ে যেতে, কারওর আবার একটু নিরিবিলি, নিয়ন্ত্রিত জনসমাগম, প্রকৃতির সান্নিধ্যকেই সবচেয়ে বেশি মন টানেতবে যদি আপনার পছন্দ হয় নির্জনতা ও উৎসবের চমৎকার ভারসাম্য, তাহলে কলকাতার এক রিসর্ট হতে পারে আপনার জন্য পুজোর ডেস্টিনেশন

 পুজোর প্রস্তুতি সর্বত্রই তুঙ্গেইদানীং মহালয়া থেকেই শুরু হয়েছে পুজোর ভরপুর আমেজ। কলকাতা সহ শহরতলির নানান পুজো মণ্ডপে শুরু হয়ে যায় ঠাকুর ভিড়। তবে অনেকে আবার পরিবারের সঙ্গে সময় সময় কাটাতে এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকেন তাই আগে থেকেই ঘুরতে যাওয়ার বুকিং সেরে নেন। কিন্তু যদি শহরের বাইরে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলেও চিন্তার কিছু নেই!  কলকাতার মধ্যেই এমন এক জায়গা রয়েছে যেখানে দুর্গাপুজোর আনন্দের পাশাপাশি সময় কাটাতে  পারবেন সবুজ প্রকৃতির মাঝেতাই চাইলে এবারের পুজোয় বেড়িয়ে আসতে পারেন ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এন্ড স্পা, কলকাতা থেকে।

পুজোর মজার পুরো ফ্লেভারই পাবেন ইবিজায়দুর্গাপুজো উপলক্ষে এই রিসর্টে থাকছে স্পেশাল ডেকোরেশন, ঢাকি, বাউল গান, পাখির কিচিরমিচির শব্দ, ম্যটিনি শো, লাইভ মিউজিক,  পুজো স্পেশাল মেনু আরও কত কীরুমের ব্যালকনিতে বসে মন ভরে দেখতে পাবেন সবুজে ঘেরা মাঠ ও জলাশয় ঠাকুর দেখার পরেও কয়েক দিন কটেজ বুক করে ছুটি কাটাতে পারেনসঙ্গে উপভোগ করতে পারবেন সুইমিংপুল, প্লেগ্রাউন্ড,  রেঁস্তরা, স্পা এমনকি ডিস্কো। বাচাদের খেলার জন্য রয়েছে টেবিল টেনিস, ক্যারাম ইত্যাদি  ইন্ডোর গেমস দিনের মতই জায়গাটির রাতের সৌন্দর্য অতুলনীয়।

আগামী ৯ অক্টোবর থেকে  ১২ অক্টোবর পর্যন্ত ইবিজায় রয়েছে দুর্গাপুজার বিশেষ অফার

রুমের ভাড়া এবং খাবারের খরচ: ৮,৯৯৯৯  টাকা থেকে শুরু। সঙ্গে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার।

উইন্টার গ্রিন রুম (স্টুডিও নিরভানা) দুজন প্রাপ্ত বয়স্কদের জন্য ৮,৯৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি + জিএসটি

উইন্টার গ্রিন কটেজ / উইন্টার গ্রিন প্রিমিয়াম রুম  দুজন প্রাপ্ত বয়স্কদের জন্য ৯,৯৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি + জিএসটি

ফার্ন ক্লাব রুম লেক ভিউ দু জন প্রাপ্ত বয়স্কদের জন্য ৯,৯৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি + জিএসটি

ফার্ন ক্লাব প্রিমিয়াম রুম (ডুপ্লেক্স- নিরভানা) ্তিন জন প্রাপ্ত বয়স্কদের জন্য ১২,৪৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি + জিএসটি

চেকইন:  দুপুর ২টো এবং চেকআউট: সকাল ১১টা।

যাতায়াতের উপায়:  দক্ষিন কলকাতার থেকে মাত্র ৪০ মিনিটের মধ্যে এবং আইআইএম জোকা থেকে মাত্র ১১ কিমি দূরত্বে রয়েছে এই ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এন্ড স্পা রিসোর্ট।

আরো বিস্তারিত ভাবে জানতে ফোন করুন:  ০৩৩- ৭১২৬ ২৬৪৩ / ০৩৩-৬৬৫৫৫ ৫৫৫