আজকাল ওয়েবডেস্কঃ চাঁদে ঘুরতে যাওয়ার জন্য আর মহাকাশে যাওয়ার প্রয়োজন নেই। এবার পৃথিবীর মাটিতেই যে নেমে আসছে চাঁদ! শুধু যেতে হবে দুবাইতে। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? তাহলে একটু খোলসা করে বলা যাক। আরব আমিরশাহির এই শহরে গেলেই পেয়ে যাবেন চাঁদের থাকা মতো অভিজ্ঞতা। দুবাইয়ে এমন এক রিসর্ট তৈরি হচ্ছে যা দেখতে অবিকল চাঁদের মতো। নাম রাখা হয়েছে ‘মুন ওয়ার্ল্ড রিসর্ট’ বা ‘মুন রিসর্ট’। 

দুবাই শহর অত্যাধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত। পর্যটনেও বিশ্বের সেরা গন্তব্য। সর্বোচ্চ বাড়ি থেকে শুরু করে কী নেই সেখানে! সমুদ্রের তলায় স্টেডিয়াম কিংবা আস্ত দ্বীপ শহর তৈরির উদ্যোগ আগেই সাড়া ফেলে দিয়েছে। এবার সেই তালিকায় নতুন চমক চাঁদসদৃশ একটি বিশাল স্থাপনা। যার জন্য খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। পর্যটনের বিষয়টি মাথায় রেখে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। 

 ৭৩৫ ফুট উচ্চতাযুক্ত এই প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে কানাডার একটি নির্মাণকারী সংস্থা। উদ্যোক্তারা আশা করছেন, বছরে এই কৃত্রিম চাঁদ দেখতে ২৫ লাখ পর্যটক আসতে পারেন। প্রতিবছর প্রায় ১৬ হাজার কোটি টাকার বেশি আয় হতে পারে। ২০২৭ সালে সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই রিসর্ট। 

ঠিক কী কী থাকবে এই রিসর্টে? এই কৃত্রিম চাঁদের ভিতরের চার হাজারের মতো কক্ষ প্রায় ১০ হাজার মানুষ থাকতে পারবেন। এর বাইরে থাকবে নৈশক্লাব ও চিকিৎসাকেন্দ্র। কৃত্রিম চাঁদের ভেতর ‘লুনার কলোনি’ নামে একটি বিশেষ এলাকারও ব্যবস্থা রয়েছে। যেখানে গেলে পেয়ে যাবেন একেবারে চাঁদে হাঁটার অনুভূতি। এমনকী রাতে এই কৃত্রিম চাঁদ আসল চাঁদের মতো উজ্জ্বলতা ছড়াবে। কখনও কখনও এখানে পূর্ণ চন্দ্র বা অর্ধচন্দ্রের মতো অভিজ্ঞতাও পাওয়া যাবে। এই প্রকল্পটি দুবাইয়ের পর্যটনে বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।