আজকাল ওয়েবডেস্ক: 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' বাক্যটির সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত। রূপোলি পর্দায় আকছার ব্যবহার করা হয় এই বাক্য। যার বাংলা অর্থ হল, কাউকে প্রথম দেখেই প্রেমে পড়া। নি:সন্দেহে এই কথাটার মধ্যে বেশ একটা রোমাঞ্চ আছে বটে! কিন্তু সত্যি কি বাস্তবে এমনটা হওয়া সম্ভব?
প্রথম দেখায় প্রেমে পড়ার ঘটনা অনেকের জীবনের সঙ্গেই মিলে যেতে পারে। আসলে প্রেমে পড়ার শুরুর দিকে দোটনায় থাকা খুবই সাধারণ ও স্বাভাবিক একটি বিষয়। মনের মধ্যে বারবার একটি প্রশ্ন উঁকি দেয়, আমি যাকে ভালোবাসি সেও কি আমাকে ভালবাসে? একজনকে ভাল লাগার পর নিজের মনের কাছে জানতে চায়, এই অনুভূতি কি শুধুই ভালো লাগা, নাকি ভালবাসা। যা প্রথম দেখাতেই হয় কিনা তা নিয়ে রয়েছে মতবিরোধ।
বিশেষজ্ঞদের মতে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া তখনই সম্ভব যখন আপনি সেই পছন্দের মানুষটির বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। কিন্তু সেই অনুভূতিতে সত্যিকারের ভালবাসা থাকবে কিনা তাতে সন্দেহ রয়েছে। অর্থাৎ প্রথম দেখাতেই কোনও মানুষের প্রতি সত্যি ভালবাসা তৈরি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বই কী! গল্প-সাহিত্য কিংবা সিনেমাতে এনিয়ে নিয়ে চর্চা হলেও বর্তমান প্রজন্ম মোটেও এই তত্ত্বে বিশ্বাসী নয়। প্রথম দেখায় প্রেমে পড়াকে তাঁরা সত্যিকারের ভালবাসা বলতে নারাজ।
সম্প্রতি এক ডেটিং সংস্থার সমীক্ষা বলছে, প্রায় ৭৩ শতাংশ মানুষ প্রথম দেখায় প্রেমে পড়েন। প্রথম দেখাতে কারওর প্রতি অত্যন্ত আকর্ষণ জন্মাতে পারে, তবে তাকে ভালবাসা অ্যাখ্যা দিকে চান না অনেকেই। সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের মত, কাউকে প্রথম দেখে প্রেমে পড়ার অর্থ হল, দৈহিক সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা তাঁর ব্যবহার ও গুণের প্রতি আকস্মিক মোহ তৈরি হওয়া। কিন্তু তাতে প্রকৃত ভালবাসা নাও থাকতে পারে।
আরেক পক্ষের মতে, প্রকৃত ভালবাসা এতটা দ্রুত হওয়া সম্ভভ নয়। কোনও মানুষের সঙ্গে কিছুদিন মেলামেশা, ভাব বিনিময়ের পর আপনি কতটা একাত্মবোধ করছেন কিংবা কতটা সময় একসঙ্গে থাকতে ইচ্ছে করছে, সব কিছুই ধীরে ধীরে বোঝা যায়। যা পরবর্তীকালে প্রকৃত প্রেমে রূপান্তরিত হয়।
