অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়া যখন জানান যে তিনি তাঁর স্তন প্রতিস্থাপন (ব্রেস্ট ইমপ্ল্যান্ট) অপসারণের জন্য অস্ত্রোপচার করাতে চলেছেন, তা শুধু সেলিব্রিটি মহলে নয়, বহু মানুষের মনেই নাড়া দেয়। তাঁর এই ঘোষণা কোনওরকম কসমেটিক সার্জারির বিরুদ্ধে মত নয়, বরং নিজের আরাম, সুস্বাস্থ্যে ফিরে যাওয়া ও স্বকীয়তা পুনরুদ্ধারের ব্যক্তিগত যাত্রা হিসাবে উপস্থাপিত। দীর্ঘ কয়েক মাসের অস্বস্তি, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শের পরে জানা যায়, তাঁর দীর্ঘস্থায়ী ব্যথার মূল কারণই ছিল এই ইমপ্ল্যান্টগুলি।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শার্লিন বলেন, “আমি বুঝতে পেরেছি যে আমার দীর্ঘদিনের ব্যথার কারণ আমার ভারী ব্রেস্ট ইমপ্ল্যান্ট। তাই নিজের ভালর জন্য, জীবনে আবার চনমনে ভাব, প্রাণশক্তি আর কর্মক্ষমতা ফিরিয়ে আনতে আমি স্থায়ীভাবে এগুলি অপসারণের সিদ্ধান্ত নিয়েছি।”
বিশেষজ্ঞদের মতে, ব্রেস্ট ইমপ্ল্যান্ট শুধু শারীরিক গঠনই বদলায় না। শরীরের চলন, কাজের ধরণ এবং ওজন বণ্টনকেও প্রভাবিত করে।
ড. ঈশা নান্দল বলেন, “ব্রেস্ট ইমপ্ল্যান্টের অতিরিক্ত ওজন বুকে যে চাপ সৃষ্টি করে, তা শরীরকে দীর্ঘমেয়াদে বাড়তি শারীরিক স্ট্রেসের মধ্যে ফেলে। ফলে বুক, কাঁধ, পিঠের মাংসপেশি এবং লিগামেন্টে টান পড়ে এবং এটি ক্রমে দীর্ঘস্থায়ী অস্বস্তির কারণ হতে পারে।”
এই অতিরিক্ত ওজনের কারণে অনেক সময় কাঁধ সামনের দিকে ঝুঁকে আসে, বদলে যায় ভঙ্গি। এর সঙ্গে যুক্ত হয় ঘাড়ে টান, পিঠে ব্যথা, মাংসপেশির ক্লান্তি—যা অনেকে প্রথমে ইমপ্ল্যান্টের প্রভাব হিসাবে ভাবেন না।
তবে প্রভাব কেবল মাংসপেশির উপরই নয়। ড. নান্দলের ব্যাখ্যা, “ইমপ্ল্যান্টকে কেন্দ্র করে শরীরের ইমিউন সিস্টেমে দীর্ঘস্থায়ী প্রদাহ বা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এতে কর্টিসল এবং ইস্ট্রোজেনের মতো হরমোনের ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন হয়।”
ফলে মেজাজের ওঠানামা, বিপাক ক্রিয়ায় সমস্যা, ঋতুচক্রের অনিয়ম—এসব দেখা দিতে পারে, যেগুলিকে অনেকে সাধারণ মানসিক বা শারীরিক চাপ বলে এড়িয়ে যান।
গর্ভধারণের পরিকল্পনা থাকলে আরও সতর্কতা প্রয়োজন
ড. নান্দলের মতে, “ইমপ্ল্যান্ট বসানো হোক বা অপসারণ—দেহের এন্ডোক্রাইন (হরমোন) ব্যবস্থায় সাময়িক চাপ ফেলে। শরীরকে তার স্বাভাবিক হরমোন ভারসাম্যে ফিরতে সময় লাগে। বারবার সার্জারি করলে এই পুনরুদ্ধারের সময় আরও দীর্ঘ হতে পারে।”
শার্লিন চোপড়ার সিদ্ধান্ত শুধু ব্যথামুক্তির পথ নয়। এটি সেই সব মানুষদের অভিজ্ঞতার প্রতিধ্বনি, যারা ইমপ্ল্যান্ট-সম্পর্কিত জটিলতা নিয়ে নীরবে লড়াই করেন।
