পরমা দাশগুপ্ত

 

পৃথিবীটা ছোট হতে হতে বোকাবাক্স পেরিয়ে গিয়েছে সেই কবেই। এখন সে আষ্টেপৃষ্টে বাঁধা পড়েছে মোবাইল-কম্পিউটার-অ্যাপের দুনিয়ায়। জীবন এখন ডিজিটাল। ফলে পেশার গতিপ্রকৃতিও যে সেদিকেই গড়াবে, তাতে আর সন্দেহ নেই কারও। টেকনোলজির নিত্যনতুন উড়ান, রোজ নতুন নতুন অ্যাপেই তাই আগামীর হিসেব লেখার পালা। তারই হাত ধরে যে মসৃণ হবে লক্ষ্মীলাভের পথ!  

কেরিয়ার মানে যে চেনা পথগুলো এতকালের অভ্যাস হয়ে গিয়েছিল, তারাও বদলাচ্ছে রোজ। সাবেক চেহারায় জড়িয়ে নিচ্ছে প্রযুক্তি। বদলে যাচ্ছে কাজের ধরনধারণ। আর সঙ্গে বদলে যাচ্ছে তার জন্য নিজেকে তৈরি করার উপায়গুলোও। নতুন বছরে নিজেকে, নিজের কেরিয়ারকে নতুন করে গড়তে তাই অত্যাধুনিক ডিজিটাল জমানার উপযোগী করে তুলুন নিজেকে। পেশার জগতে নতুন পা রাখতে হলে কিংবা ঘরে বসেই রোজগারের পথ খুঁজতে হলেও সেটাই ভরসা। তাই দেরি না করে বরং এইবেলা লেগে পড়াই ভাল। 

নিজেকে ডিজিটালি আপগ্রেড করতে হলে তাই জেনে নিন কী কী শেখা ভাল।
 
এআই অ্যান্ড মেশিন লার্নিংঃ চারপাশে তাকালেই বুঝবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্রমশ গিলে ফেলছে সবকিছুকে। ফলে কেরিয়ার গড়তে বা তাকে নতুন ধাপে নিয়ে যেতে এআই নিয়ে খানিকটা পড়াশোনা জরুরি হয়ে পড়ছেই। জেনারেটিভ এআই কিংবা অ্যাপ্লায়েড এআই-এর একটা সঠিক কোর্স তাই আপনাকে এগিয়ে দিতে পারে অনেকটাই। চ্যাটজিপিটি, জেমিনি, পারপ্লেক্সিটি, নোটবুক এলএম-এর মতো অজস্র নিত্যনতুন এআই-নির্ভর প্ল্যাটফর্ম বা অ্যাপের কার্যকারিতা বুঝে নিতে পারলে নিজের কাজ বা জীবন সহজ হয়ে যাবে অনেকটাই। সঙ্গে মেশিন লার্নিং জানা থাকলে তো কথাই নেই। এতে চাকরি কিংবা ব্যবসা, দুই ক্ষেত্রেই অনেকটা শক্তপোক্ত হবে পায়ের তলার জমি। 

ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালেটিকসঃ যে পরিসরেই কাজ করুন না কেন, আজকের দিনে সবটা দাঁড়িয়ে ডেটা সায়েন্সের উপরে। এসকিউএল, গুগল শিট বা এক্সেলের মতো টুলের ব্যবহার শিখে নিন ঠিকমতো। রিপোর্ট, রিসার্চ থেকে পাওয়া তথ্য একত্র করতে এদের জুড়ি নেই। ট্যাব্লো বা পাওয়ার বিআই-এর মতো টুল বিভিন্ন ক্ষেত্র থেকে সংগ্রহ করা ডেটা ঠিকমতো প্রেজেন্টেশনে কাজে লাগবে।  

ডিজিটাল কোলাবরেশন অ্যান্ড কমিউনিকেশনঃ কোভিডের পর থেকে রিমোট ওয়ার্কিং অর্থাৎ দূরে বসেও একসঙ্গে কাজ করার পথে হাঁটছে প্রায় সব সংস্থাই। আপনার যদি হয় নিজের ব্যবসা, তা হলেও নানা জায়গা থেকে দলবেঁধে কাজ করতেই পারেন। এ ক্ষেত্রে কাজে লাগবে কিছু প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুল, যেমন ট্রেলো, আসানা বা মাইক্রোসফট প্ল্যানার। একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হলে ভরসা রাখুন কোলাবোরেশন টুলে। মাইক্রোসফট টিমস বা স্ল্যাক কিংবা মিরো-র মতো রিয়েলটাইম হোয়াইট বোর্ড হতেই পারে মুশকিল আসান। 

সাইবার সিকিওরিটিঃ ডিজিটাল দুনিয়ায় কাজ যত বাড়ছে, ততই বাড়ছে তথ্য চুরি যাওয়া, হ্যাকিং কিংবা অন্য সাইবার অপরাধের প্রবণতা। তাকেও তো রুখে দিতে জানতে হবে! শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ঠেকানোর উপায় বা জিডিপিআর-এর মতো আইনি পরিকাঠামো সম্পর্কে যথাসাধ্য পড়াশোনা আপনাকে বা আপনার কাজকর্মকে নিরাপদে রাখতে সাহায্য করবে। 

হাই গ্রোথ আপগ্রেডঃ চাকরি কিংবা নিজের ব্যবসা, দুই ক্ষেত্রেই আগামী দিনগুলো ঝলমলে করে তুলতে চাই কিছু বিশেষ জ্ঞান বা দক্ষতা। গোটা আইটি পরিকাঠামোটাই যেভাবে ক্রমশ ক্লাউড কম্পিউটিংয়ে আস্থা রাখছে তাতে এডব্লিউএস, অ্যাজ়ুর, জিসিপি-র মতো প্ল্যাটফর্মে সচ্ছন্দ হয়ে ওঠা জরুরি। অন্যদিকে, প্রচার বা জনসংযোগ এখন দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে। ফলে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) বা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সঠিকভাবে শিখে নেওয়া আপনাকে রণকৌশলে এগিয়ে দেবে অনেকখানি। আবার ওয়েব বা অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউএক্স/ইউআই ডিজাইন সম্পর্কে পড়াশোনা বা সঠিক ধারণা আপনাকে বুঝতে সাহায্য করবে ইউজাররা কীভাবে ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করেন। 

কিন্তু প্রশ্ন হল, আপনার চাকরি ক্ষেত্রে বা ব্যবসা বাড়াতে এই সব নতুন জিনিস শিখবেন কীভাবে?  উপায় আছে হাতের কাছেই।

•    বিভিন্ন ইউনিভার্সিটিতে নানা ধরনের কোর্স রয়েছে। সরাসরি ক্লাস করতে পারেন। অথবা ভর্তি হতে পারেন ডিসট্যান্স লার্নিংয়ে। 
•    শেখার সুযোগ রয়েছে লিঙ্কডইন লার্নিংয়ে। পেয়ে যাবেন পেশাদারি সার্টিফিকেটও। 
•    এআই বা ডেটা সায়েন্স-সহ নানা ধরনের স্পেশালাইজেশন করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন কোর্সে। 
•    এআই, সাইবার সিকিওরিটি, প্রোজেক্ট ম্যানেজমেন্ট বা ইউএক্স ডিজাইনের মতো বিষয় শেখাতে গুগলের নিজস্ব কিছু সার্টিফিকেট কোর্সও রয়েছে। 
•    এছাড়া বিভিন্ন সময়ে এই সংক্রান্ত হরেক মাস্টারক্লাস, শর্ট টার্ম বা লং টার্ম কোর্সের হদিশ পেয়ে যাবেন ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো সোশ্যাল বা প্রোফেশনাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে। 
•    আর ইউটিউবে অজস্র ছোট ছোট বেসিক টিউটোরিয়াল ভিডিয়ো তো রয়েছেই। 

নতুন বছরের শুরুতে নতুন সফরও শুরু হোক তবে। ডিজিটাল দুনিয়ার অলিগলিতে।