আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড সেফোরা বেবি! অবাক হচ্ছেন? কিশোরীরা এই মুহূর্তে ঝুঁকছে ত্বকের পরিচর্যায় অ্যান্টিএজিং প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে। আর সেটাই জনপ্রিয় সেফোরা বেবি ট্রেন্ড নামে। কিন্তু কম বয়সে অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করা কতটা ক্ষতিকারক? এই নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ?
কিশোরীদের মধ্যে আগ্রহ বাড়ছে ত্বকের যত্ন নিয়ে। বিষয়টা খারাপ নয়। তবে কোন প্রসাধনী তারা ব্যবহার করছে সেদিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে এসপিএফ এবং ভিটামিন সি আছে এমন প্রসাধনীর দিকে।
১. যেকোনও বয়সেই ব্যবহার করতে পারেন সানস্ক্রিন। এমনকি ছ'মাসের পর থেকেই শিশুরা সানস্ক্রিন ব্যবহার করতে পারে। তবে সেটা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে। খেয়াল করে দেখে নেবেন যাতে বেবি সানস্ক্রিনে টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং জিংকঅক্সাইড থাকে। তবে ছোটদের জন্য একটি মৃদু এসপিএফ লোশন খুবই উপকারী। মিনারেল আছে এরকম ফর্মুলা যুক্ত ক্রিমও শিশুদের জন্য ভাল।
২. ছোটরা ময়েশ্চারাইজার ও লিপবাম ব্যবহার করতে পারে। তবে চিকিৎসকের মতে, সব শিশুদের প্রয়োজন নাও হতে পারে। ত্বক যদি রুক্ষ ও সেনসিটিভ হয় ময়েশ্চারাইজার অবশ্যই জরুরী। যে সকল বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের অতিরিক্ত খেয়াল রাখতে হবে।
৩. শিশুদের ত্বকের হাইড্রেশন বজায় রাখার জন্য হিউমেকট্যান্টস আছে এমন প্রসাধনী ব্যবহার করা যেতে পারে। অনেক সময় হায়ালুরনিক অ্যাসিড থেকে ত্বকের রুক্ষতা বাড়ে। সে ক্ষেত্রে প্র্যাকটিস করে নিয়ে তবেই যে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত ।
৪. আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বক পরিষ্কার রাখা। সেক্ষেত্রে একটি মৃদু ক্লিনজার খুব ভাল।
কিশোরীদের মধ্যে আগ্রহ বাড়ছে ত্বকের যত্ন নিয়ে। বিষয়টা খারাপ নয়। তবে কোন প্রসাধনী তারা ব্যবহার করছে সেদিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে এসপিএফ এবং ভিটামিন সি আছে এমন প্রসাধনীর দিকে।
১. যেকোনও বয়সেই ব্যবহার করতে পারেন সানস্ক্রিন। এমনকি ছ'মাসের পর থেকেই শিশুরা সানস্ক্রিন ব্যবহার করতে পারে। তবে সেটা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে। খেয়াল করে দেখে নেবেন যাতে বেবি সানস্ক্রিনে টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং জিংকঅক্সাইড থাকে। তবে ছোটদের জন্য একটি মৃদু এসপিএফ লোশন খুবই উপকারী। মিনারেল আছে এরকম ফর্মুলা যুক্ত ক্রিমও শিশুদের জন্য ভাল।
২. ছোটরা ময়েশ্চারাইজার ও লিপবাম ব্যবহার করতে পারে। তবে চিকিৎসকের মতে, সব শিশুদের প্রয়োজন নাও হতে পারে। ত্বক যদি রুক্ষ ও সেনসিটিভ হয় ময়েশ্চারাইজার অবশ্যই জরুরী। যে সকল বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের অতিরিক্ত খেয়াল রাখতে হবে।
৩. শিশুদের ত্বকের হাইড্রেশন বজায় রাখার জন্য হিউমেকট্যান্টস আছে এমন প্রসাধনী ব্যবহার করা যেতে পারে। অনেক সময় হায়ালুরনিক অ্যাসিড থেকে ত্বকের রুক্ষতা বাড়ে। সে ক্ষেত্রে প্র্যাকটিস করে নিয়ে তবেই যে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত ।
৪. আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বক পরিষ্কার রাখা। সেক্ষেত্রে একটি মৃদু ক্লিনজার খুব ভাল।
