আজকাল ওয়েবডেস্ক: এমন যোগ কয়েক পুরুষও পাওয়া যায় না। আজ ২৯ মার্চ এমনই এক বিরল যোগ তৈরি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী! ২২৫ বছর পর এই প্রথম চৈত্র অমাবস্যায় পড়েছে সূর্যগ্রহণ। দুপুর ২ টো ২০ মিনিট ৪৩ সেকেন্ডে এই গ্রহণ শুরু হচ্ছে। সূর্যগ্রহণের সর্বোচ্চ মুহূর্ত থাকবে বিকেল ৪ টে ১৭ মিনিট ২৭ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ১৩ মিনিট ৪৫ সেকেন্ডে। অর্থাৎ ৩ ঘণ্টারও বেশি সময় ধরে এই গ্রহণ চলবে। এই সূর্যগ্রহণ মীন রাশিতে হতে চলেছে।
তবে শুধু সূর্যগ্রহণ নয়। একাধিক কারণে জ্যোতিষ শাস্ত্র অনুসারে আজকের দিনটির গুরুত্ব অসীম। আজকের দিনটি এমনই বিরল যে ৬ টি গ্রহ মীন রাশিতেই অবস্থান করবে। সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃহস্পতি। মঙ্গল অবস্থান করবেন মিথুনে। কেতু থাকবেন কন্যা রাশিতে। শনিও এই দিন কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। এই গোচরের প্রভাবে অনেক রাশির জীবনে আসবে অপার বৈভব।
মকর: ব্যবসা করতে চাইলে আজকেই এই রাশির জাতকদের জন্য হতে পারে আদর্শ দিন। যাঁরা ইতিমধ্যেই ব্যবসা করছেন তাঁদের সামনে বিপুল লাভের সুযোগ। নতুন লগ্নি করার জন্যেও আজকের দিনটি শুভ।
কুম্ভ: অনেকদিন ধরে পারিবারিক ঝামেলায় ফেঁসে আছেন? আজই মুক্তি মিলতে পারে সেই সমস্যা থেকে। পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে। কর্মস্থলে সম্মান বাড়বে। লগ্নি এবং বিনিয়োগ করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ।
ধনু: রীতিমতো টাকার বৃষ্টি হতে পারে এই রাশির জাতকদের উপর। আচমকা নতুন উপায়ে অর্থপ্রাপ্তি হতে পারে। চাকুরিজীবীদের জন্যেও দিনটি অত্যন্ত সাফল্যের হয়ে উঠতে পারে। বিদেশি মুদ্রায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখার সম্ভাবনা।
তবে মাথায় রাখবেন প্রত্যেকের ভাগ্যলিপি আলাদা। এখানে উল্লিখিত তথ্য একটি সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে। ব্যক্তিভেদে ভাল মন্দ আলাদা হতে পারে।
