আজকাল ওয়েবডেস্ক: আজ রবিবার। আর রবিবার মানেই সূর্যদেবতার দিন। পাশাপাশি আজ সারাদিন মনের কারক চন্দ্র তুলা ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথি। এই দিন বিষ্ণু চার মাসের যোগ নিদ্রায় যান বলে এই তিথিকে দেবশয়নী একাদশী বলা হয়। জ্যোতিষমতে তাই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশীতে ঘুরে যেতে পারে ভাগ্যচক্র। খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। 

 

বৃষ

আজ বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন দিশা খুলে যেতে পারে। ব্যবসায়ীরা জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে লাভের মুখ দেখতে পারেন।

 

সিংহ

সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সৃজনশীল কাজে অনুপ্রেরণাদায়ক হতে পারে। শিল্পী, লেখক কিংবা গণমাধ্যমে কর্মরত ব্যক্তিরা আজ কাজের স্বীকৃতি পাবেন। প্রেম জীবনেও মাধুর্য বাড়বে।

বৃশ্চিক

আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা দীর্ঘমেয়াদি কোনও সমস্যার কার্যকর সমাধান খুঁজে পাবেন। কর্মস্থলে সুনাম বাড়তে পারে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মকর

মকর রাশির জাতকদের জন্য দিনটি বিশেষ ভাবে শুভ। দীর্ঘদিনের চেষ্টার ফল আজ পেতে পারেন আজ। শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসবে। শারীরিকভাবে সুস্থ বোধ করবেন, মানসিক চাপ অনেকটাই হালকা হবে।