আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষমতে বৃহস্পতিবার বিষ্ণুর দিন বলে গণ্য হয়। কাজেই আজ ২৬ জুন দিনব্যাপী শ্রীবিষ্ণুর ছায়া থাকবে। এর পাশাপাশি আজ প্রভাব থাকবে পুনর্বাসু নক্ষত্রের। পুনর্বাসু চন্দ্রের সপ্তম নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে শুভ গ্রহ বৃহস্পতির রাজত্ব এই নক্ষত্রের উপর। সব মিলিয়ে কয়েকটি রাশির জন্য আজকের দিনটি হতে পারে অত্যন্ত মঙ্গলময়।
বৃষ: আজ কর্মক্ষেত্রে সুখবর অপেক্ষা করছে এই রাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা ব্যবসা করেন, তাঁরা আজ যে যে সিদ্ধান্ত নেবেন, তার অধিকাংশইলাভজনক হতে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।
সিংহ: সিংহ রাশির মানুষরা এমনিতেই আত্মবিশ্বাসী হয়ে। আজ সেই আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। নতুন কাজ শুরু করার উপযুক্ত দিন। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। প্রেমজীবনে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে। শিল্প এবং সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ফলদায়ক। পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন।
ধনু: বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষা, স্কলারশিপ বা বিদেশে পড়াশোনা সংক্রান্ত কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে অনেকদিন আটকে থাকা সমস্যার আজ সমাধান হবে।
মীন: মীন রাশির জন্য আজ মানসিক শান্তি ও আধ্যাত্মিক জাগরণের দিন। পরিবারের থেকে মানসিক সহানুভূতি পাবেন। দূর যাত্রা করার জন্য দিনটি শুভ। পুরোনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। যাঁরা চিকিৎসা কিংবা সেবামূলক পেশায় আছেন, তাঁরা আজ প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন।
