আজকাল ওয়েবডেস্ক: প্রাচীনকাল থেকেই বহু মানুষ দৈনিক ভাগ্য বিধানে ভরসা করেন জ্যোতিষ শাস্ত্রের উপর। সেই বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজ ৪ জুলাই মনের কারক চন্দ্র গোচর করবেন তুলা রাশিতে, অন্যদিকে সূর্য থাকবেন মিথুন রাশিতে। আবার পঞ্জিকামতে বিকেল ৪ টে বেজে ৩১ মিনিটে আষাঢ় মাসের শুক্লা নবমী তিথি শেষ হয়ে শুরু হবে শুক্লা দশমী তিথি। এই মাহেন্দ্রক্ষণে শনি এবং কেতুর প্রভাবে পরিবর্তন আসবে কয়েকটি রাশির ভাগ্যে, তিনটি রাশির জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের কালো ছায়া।

কর্কট

সারাদিন মন অস্থির থাকবে। পারিবারিক দিক থেকে কিছুটা বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করুন। শরীরেও জ্বর বা পেটের সমস্যা দেখা দিতে পারে। সম্পত্তি নিয়ে কোনও ভুল সিদ্ধান্ত আজ ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে।

ধনু

কর্মক্ষেত্রে হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক দিক থেকেও আজ সঞ্চয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে। দীর্ঘ যাত্রা বা ট্রানজিটে সাবধান থাকুন। কারও কথায় পড়ে আজ লগ্নি করলে ক্ষতির সম্ভাবনা প্রবল।

মীন

অসুস্থতা বাড়তে পারে, বিশেষ করে যাঁরা আগে থেকেই উচ্চ রক্তচাপ বা স্নায়ুবৈকল্যে ভুগছেন তাঁদের ঝুঁকি বেশি। মানসিক উদ্বেগ বাড়বে, ফলে সিদ্ধান্তে স্থির থাকতে সমস্যা হতে পারে। আজ বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভাল। পরিবারের ভিতরেও একাধিক মতভেদ সৃষ্টি হতে পারে।