আজকাল ওয়েবডেস্ক: আজ ৩ জুলাই বৃহস্পতিবার। এমনিতেই বৃহস্পতিবারকে নারায়ণের দিন বলে মনে করা হয়। উপরন্তু আজ শুরু হবে আষাঢ় শুক্লা নবমী তিথি। প্রাচীন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র কন্যা ছেড়ে তুলা রাশিতে গমন করবেন। পাশাপাশি আজ সারাদিন শিব যোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্রে শিব যোগকে খুবই শুভ বলে মনে করা হয়। ফলে আজকের দিনটি কয়েকটি রাশির জন্য অত্যন্ত ভাল কাটবে।

মিথুন

আজকের দিনটি মিথুন রাশির জন্য খুবই আশাব্যঞ্জক। চাকরির ইন্টারভিউ, ব্যবসায়িক আলোচনা কিংবা লেখালিখি সংক্রান্ত কাজের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে।

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য আজ অনুকূলে থাকবে। হঠাৎ করেই টাকা পয়সা লাভের সুযোগ আসতে পারে, বিশেষ করে ফ্রিল্যান্সিং, কনসাল্টেন্সি বা শিক্ষাদান সংক্রান্ত পেশায় যাঁরা আছেন, তাঁদের জন্য শুভদিন। পারিবারিক শান্তিও বজায় থাকবে। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন জমি কেনার সুযোগ আসতে পারে।

মীন

দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। যাঁরা প্রেম কিংবা দাম্পত্য জীবন নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাঁরা আজ মানসিক প্রশান্তি ও সমাধানের ইঙ্গিত পেতে পারেন। যাত্রাযোগ শুভ, বিশেষ করে দূরবর্তী কাজে সাফল্য মিলবে।