আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার এ কেমন প্রকাশ? যাতে দমবন্ধ হয়ে যায় সঙ্গীর? এমনই প্রশ্ন উঠছে ইংল্যান্ডের একটি সরকারি সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসার পর থেকে। সংবাদ সংস্থা বিবিসির একটি প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে এই রিপোর্ট। সমীক্ষায় বলা হয়েছে গোটা ইংল্যান্ডেই মিলনের সময় সঙ্গীকে এমন ভাবে চেপে ধরার প্রবণতা বাড়ছে যাতে শ্বাসরোধ হওয়ার উপক্রম হচ্ছে তাঁর।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে বিষয়টিকে বলা হচ্ছে নন ফ্যাটাল স্ট্র্যাঙ্গুলেশন বা এমএফএস। এই বিশেষ ভঙ্গিতে শয্যাসঙ্গিনীকে চেপে ধরেন অন্যজন। আর তাতেই যেন দম বন্ধ হয়ে আসে সঙ্গীর। সমীক্ষায় বলা হয়েছে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এই ধরনের কাজকর্মের প্রবণতা অনেকটাই বেশি। মূলত নিষিদ্ধ ছবি দেখার ফলেই তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতার ঢুকেছে বলে মনে করছেন গবেষকরা।
আইএফএএস নামক সংস্থার করা সরকার অনুমোদিত এই সমীক্ষায় দেখা গিয়েছে ১৬ থেকে ৩৪ বছর বয়সি ব্যক্তিদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। এই বয়সের প্রায় ৩৫ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, নিজেদের যৌন জীবনে তাঁরা কখনও না কখনও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। সব বয়স মিলিয়ে মোট ২৩৪৪ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। এর মধ্যে ৩৮৫ জন অর্থাৎ প্রায় ১৬ শতাংশ মানুষ জানিয়েছেন অন্তত একবার হলেও সঙ্গীরা এমন ভাবে চেপে ধরেছেন যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাঁদের।
কিন্তু বিষয়টি ধর্ষণ বা নির্যাতনের সঙ্গে এক জায়গায় রাখার মতো নয়। প্রায় সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই ধরনের ঘটনা এমন দু’জনের মধ্যে ঘটেছে যারা পরস্পরের সম্মতিতেই যৌন মিলনের লিপ্ত হয়েছেন। মূলত যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবেই এমনটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবুও গবেষকদের সাফ কথা, এই ধরনের কাজ আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। তাই এমন কিছু ঘটলে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচারও।
