আজকাল ওয়েবডেস্কঃ সন্তানকে পালনের প্রতিটি ধাপই বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে শিশুকে সঠিক স্কুল নির্বাচন করে ভর্তি করানো অন্যতম বড় পদক্ষেপ। ভারতে অনেক প্রথম সারির স্কুল রয়েছে বটে, তবে সেইসব স্কুলে পড়ানোর সামর্থ্য সকলের থাকে না। দেশের অন্যতম বিখ্যাত সেইসব স্কুলের মধ্যে একটি হল মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। 

শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুরের মতো তারকাদের সন্তানরা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। আর এই স্কুলের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে ভর্তি করালে সন্তানের টিফিন নিয়ে অভিভাবকদের কোনও চিন্তা থাকে না। কারণ সেই বিলাসবহুল স্কুল থেকেই পড়ুয়াদের টিফিন দেওয়ার ব্যবস্থা রয়েছে। ওই স্কুল কর্তৃপক্ষ শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে খেয়াল রাখে। প্রত্যেক শিশু যাতে ব্যালেন্সড ও পুষ্টিকর ডায়েট পায় তার জন্য বিশিষ্ট পুষ্টিবিদরা যত্ন সহকারে পড়ুয়াদের খাদ্যতালিকা পরিকল্পনা করেন। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ছাত্রছাত্রীদের মস্তিষ্ক সচল এবং শরীর সারাদিন সক্রিয় রাখতে পারে এমন পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া হয়। শিশুরা বাইরের জাঙ্ক খাবার খাচ্ছে না ভেবে নিশ্চিন্তে থাকেন অভিভাবকেরাও। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, এই নামী স্কুলের ক্যান্টিনের খাবারের মেনু সাজানোর দায়িত্বে থাকেন প্রখ্যাত সেলিব্রিটি শেফ সঞ্জীব কাপুর। স্কুলটিতে একেবারে নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পড়ুয়ারা ডাল, সবজি এবং রুটির মতো সাধারণ খাবারই উপভোগ করে। স্কুলটিতে ব্রেকফাস্টে দক্ষিণ ভারতীয় খাবার, পোহা, ফল এবং ড্রাই ফ্রুট দেওয়া হয়। শুধু তাই নয়, স্কুলটিতে একটি বিশেষ স্যালাডের বড় কাউন্টারও রয়েছে। আধুনিক ক্যাটারিং ব্যবস্থা সহ স্কুলটিতে সুষম খাবার দেওয়া হয় এবং চিট ডে-র জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। 

মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ২০০৩ সালে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠিত হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির নামে এই স্কুলের নামকরণ করা হয়েছে এবং স্কুলটি পরিচালনা করে আম্বানি পরিবার । মুকেশ আম্বানির স্ত্রী নীতা মুকেশ আম্বানি হলেন রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা।