আজকাল ওয়েবডেস্ক: আজ রবিবার চৈত্র নবরাত্রি। হিন্দু ধর্মে নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়। এবার চৈত্র নবরাত্রি হচ্ছে আজ ৩০ মার্চ থেকে। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। জ্যোতিষ মতে, চৈত্র নবরাত্রিতে অমৃত সিদ্ধি এবং সর্বার্থ সিদ্ধি যোগের এক অপূর্ব সমন্বয় তৈরি হচ্ছে। নবরাত্রির প্রথম দিনে ইন্দ্র যোগ এবং রেবতী নক্ষত্রও গঠিত হবে। এছাড়াও শুক্রাদিত্য যোগ এবং বুধাদিত্য যোগ গঠিত হবে। নবরাত্রিতে তৈরি এই সমস্ত শুভ যোগে ৪ রাশির জীবনে বড় বদল আসতে চলেছে।
মেষ- পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে।নবরাত্রির সময়ে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে। নিজের আর্থিক লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য ভাল সময়।
তুলা: চৈত্র নবরাত্রির শুভ যোগের কারণে তুলা রাশির জাতক জাতিকারা যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ও উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট কাটবে । আয়ের নতুন উৎস পেতে পারেন। মানসিকভাবে চাপমুক্ত। প্রিয়জনের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন।
কর্কট: কর্কট রাশির জন্য চৈত্র নবরাত্রি বিশেষ হতে চলেছে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। সন্তানের সঙ্গে সম্পর্কের দূরত্ব মিটবে। যে কোনও পুরনো বিবাদের অবসান হতে পারে। কেরিয়ারে নতুন দিশা খুঁজে পাবেন। একইসঙ্গে যারা ইতিমধ্যেই কর্মরত আছেন তারা তাদের কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ পাবেন।
মকর: চৈত্র নবরাত্রিতে মকর রাশির উপর দেবী দুর্গার আশীর্বাদ থাকবে। কর্মক্ষেত্রে বিরাট সাফল্যের যোগ রয়েছে। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। পুরনেঋণ শোধ করতে পারবেন। সমাজ মান যশ বাড়বে।
