আজকাল ওয়েবডেস্কঃ কারও ত্বক শুষ্ক, কারওর র‌্যাশের সমস্যা, কারও আবার ত্বক স্পর্শকাতর। সমস্যা যাই থাকুক, তারকাদের মতো দাগছোপহীন জেল্লাদার ত্বক পেতে সকলেই চান। যার জন্য নামীদামি প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা, রূপচর্চায় বাদ যায় না কোনও কিছুই। কিন্তু তাতেও যে সবসময় সুফল মেলে না। তবে বাহারি রূপচর্চার প্রয়োজন নেই, খুব সহজেই সেলিব্রিটিদের মতো সৌন্দর্য ধরে রাখার পরামর্শ দিলেন রকুলপ্রীত সিংহ। সম্প্রতি সমাজ মাধ্যমে ‘দে দে পেয়ার দে’-র অভিনেত্রী তাঁর রূপচর্চার একটি সহজ ও কার্যকর পদ্ধতি জানিয়েছেন। রোজ সকালে বরফ ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখেন রকুল। মাত্র ৫ মিনিটের এই পদ্ধতিতেই অভিনেত্রীর ত্বক সতেজ থাকে, ফোলাভাব কমে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে। 

কী এই পদ্ধতি

র‌্যাশ-ব্রণের নিরাময়ে এবং ত্বকের ক্ষত সারিয়ে নতুন কোলাজেন উৎপাদন করতে বরফের জুড়ি মেলা ভার। আর বরফ মেশানো জলে মুখ ডোবালেই মিলবে জেল্লাদার ত্বক। সম্প্রতি বেশ ট্রেন্ডিং এই ‘আইস ফেশিয়াল’ বা 'আইস ওয়াটার ফেস ডিপ' অথবা 'আইস ওয়াটার ফেস ওয়াশ'। মূলত এটি হল ত্বকের যত্ন নেওয়ার এক পদ্ধতি, যেখানে নিজের মুখ বরফ-ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে হয়। বর্তমানে তারকা থেকে আমজনতার অনেকেই চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে এই রূপচর্চায় ভরসা রাখছেন।

উপকারিতা কী

আইস ফেসিয়াল এত জনপ্রিয় কারণ, এতে কোনও খরচই নেই। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। বরফের ঠান্ডা ত্বকে একটি সতেজ অনুভূতি দেয়। বিশেষ করে গরমের দিনে অত্যন্ত উপকারী। এটি ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। ত্বক হাইড্রেটেড রাখে। ত্বকের রোমকূপ সংকুচিত করে লালভাব কমায়। ত্বকে রক্ত সঞ্চালন যথাযথ রাখতে সাহায্য করে এই পদ্ধতি। 
তবে অটোইমিউন ডিসঅর্ডার, ডায়াবেটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি বা কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত ব্যক্তিদের আইস ফেসিয়াল করার আগে ডাক্তারি পরামর্শ জরুরি। কারণ তাঁদের শরীর বিশেষভাবে সংবেদনশীল হতে পারে।