বছরের সবে ৩ তারিখ। এর মধ্যেই ফলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! এই বুলগেরিয়ান ভবিষ্যৎদ্রষ্টার কোন কথা মিলে গেল? চলতি বছরের জন্য আর কী বলে গিয়েছেন তিনি?
বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন ২০২৬ সালে যুদ্ধ, দাঙ্গা আরও বৃদ্ধি পাবে। সেই কথা সত্যি করে এদিন বছরের ৩ নম্বর দিনেই ভেনেজুয়েলার উপর হামলা করল আমেরিকা। এমনকী দক্ষিণ আমেরিকার এই দেশের রাষ্ট্রপতিকে বন্দি করলেন ট্রাম্প। সেই ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে।
২০২৬ নিয়ে আর কী বলে গিয়েছেন তিনি?
বাবা ভাঙ্গা জানিয়েছেন ২০২৫ সালে গোটা বিশ্ব জুড়েই অশান্তি দেখা দেবে। যুদ্ধ, হামলা, মারামারি বৃদ্ধি পাবে। বিশ্বের পূর্ব প্রান্তে বড় আকারের যুদ্ধ শুরু হবে। আর তাতে বিশ্বের সমস্ত ক্ষমতাশালী দেশ জড়িয়ে পড়বে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস করেছিলেন তিনি ২০২৬ নিয়ে।
অন্যদিকে এআই একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরে আধিপত্য বাড়াবে। স্বাভাবিক ভাবেই বহু মানুষ কাজ হারাবেন। এর মধ্য নার্স থেকে শুরু করে ম্যানুয়াল লেবার, ইত্যাদির মতো কাজও থাকবে।
সিনথেটিক অর্গ্যান তৈরি হবে এবং তার ব্যবহার শুরু হবে। যদিও বা তাঁর এই ভবিষ্যদ্বাণী ফলে গেলেও ব্যাপক হারে জনমানসে সেটা ছড়াতে বেশ কয়েক বছর সময় নেবে।
শুক্র গ্রহ থেকে মাইনিং শুরু করবে পৃথিবীর মানুষ। কিন্তু এই ভবিষ্যদ্বাণীও চলতি বছরে কতটা ফলবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে।
রাশিয়ার কোনও এক শক্তিশালী নেতা এই অস্থির সময় বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন বলেই জানিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা।
এছাড়াও তাঁর কথা অনুযায়ী ২০২৬ সালে একাধিক প্রাকৃতিক দুর্যোগ হবে যেমন বন্যা, খরা, ভূমিকম্প, ইত্যাদি। এর কারণে পৃথিবীর ৮ থেকে ১০ শতাংশ ভূখণ্ড প্রভাবিত হবে।
এই বছর বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে পৃথিবী, এমনটাই ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা।
কে এই বাবা ভাঙ্গা?
১৯৯৬ সালে মারা যাওয়া এই বুলগেরিয়ান সাধিকার কথা না অক্ষরে অক্ষরে ফলে যায়। তিনি এর আগেও ইউরোপের সংঘাত থেকে শুরু করে ভূমিকম্প, এনার্জির নতুন উৎস, ইত্যাদি নিয়ে যা বলেছেন সব ফলেছে। বিগত কয়েক বছর ধরে তাই আরও চর্চা বৃদ্ধি পেয়েছে বাবা ভাঙ্গাকে নিয়ে। নাম বাবা ভাঙ্গা হলেও, তিনি আদতে একজন মহিলা।
