আজকাল ওয়েবডেস্ক: তাঁর আসল নাম ভাঙ্গেলিয়া পান্ডেভা গ্যাস্টেরোভা। যদিও অধিকাংশ মানুষ তাঁকে চেনেন বাবা ভাঙ্গা নামে। তাঁর ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা বারবার তাক লাগিয়েছিল বিশ্বকে। বুলগেরিয়ার এই জ্যোতিষী ১৯৯৬ সালে মারা যান। কিন্তু তার আগে তিনি একবিংশ শতাব্দীরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ৯/১১ হামলা থেকে শুরু করে রাজকুমারী ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় থেকে ব্রেক্সিট সম্পর্কে করা তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে।

কিছুদিন আগে ঘটে যাওয়া মায়ানমারের ভূমিকম্প নিয়েও সতর্কবার্তা শুনিয়েছিলেন বাবা ভাঙ্গা। তাঁর অনুগামীদের মতে, বাবা ভাঙ্গা আগেই জানিয়েছিলেন যে একবিংশ শতকে যন্ত্রের প্রতি আকৃষ্ট হবে মানুষ। এই আকর্ষণ এতই বেড়ে যাবে যে তা ক্রমশ আসক্তির পর্যায়ে চলে যাবে। যন্ত্রের সঙ্গে একেবারে লেগে থাকবে মানুষ। এখানেই শেষ নয়, এই নিয়ে আরও বেশ কিছু ভবিষ্যদ্বাণী নাকি করে গিয়ে তিনি।

কী কী রয়েছে সেই ভবিষ্যদ্বাণীতে? তাঁর অনুগামীদের কথা অনুযায়ী, বাবা ভাঙ্গা জানিয়ে গিয়েছেন, যন্ত্রের প্রভাবে মানুষও হয়ে যাবে রোবটের মতো। কমে আসবে মানবিক অনুভূতি, দুর্বল হবে পারস্পরিক সম্পর্কের বন্ধন। এছাড়াও তাঁর ভবিষ্যদ্বাণী থেকে জানা যায়, ২০২৫ সালে নাকি যুদ্ধ লাগতে চলেছে ইউরোপ জুড়ে। শুরু হতে চলেছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এমনকী তিনি নাকি এও বলে গিয়েছেন যে, “৫০৭৯ সালে ধ্বংস হবে মানব সভ্যতা আর তার সূচনা হবে ২০২৫ থেকেই।”