আজকাল ওয়েবডেস্ক: এক সময় যাঁকে প্রিয়তম বন্ধু বলে মনে হতো, এখন তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগই নেই—এমনটাই জানালেন ৯১% মানুষ, একটি সাম্প্রতিক সমীক্ষায়। তবে আশ্চর্যের বিষয়, এই বিচ্ছেদের পেছনে নেই কোনও বড় ঝগড়া বা তিক্ততা; বরং জীবনের স্বাভাবিক পরিবর্তন, স্থানান্তর, পেশা পরিবর্তন কিংবা ব্যক্তিগত মূল্যবোধের বিবর্তনই মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সমীক্ষাটি বলছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন, রুটিন ও সামাজিক পরিসর বদলে যায়। আর সেই পরিবর্তনের ছায়া পড়ে সম্পর্কের ওপরেও। প্রিয় বন্ধুত্বগুলো তাই অনেক সময় ধীরে ধীরে মিলিয়ে যায়, কোনও বিদ্বেষ ছাড়াই। তবে এর মধ্যেও আশার কথা—অনেকেই জানিয়েছেন, পুরনো সেই বন্ধুর কথা মনে পড়লে এখনো মন ভরে ওঠে, আফসোস নয়, বরং থাকে একরাশ মায়া। যেন জীবনের কোনো সুন্দর অধ্যায়, যা শেষ হয়ে গেলেও থেকে যায় স্মৃতিতে।
বিশেষজ্ঞদের মতে, সব সম্পর্ক চিরকাল টিকে থাকে না, তবে তাদের প্রভাব চিরন্তন। এই সমীক্ষা যেন আমাদের সেই কথাই আবার মনে করিয়ে দিল—সব বন্ধুত্ব স্থায়ী না হলেও, তাদের ছোঁয়া অমলিন।
